Ajker Patrika

শিক্ষকের পাঠদান এক শ্রেণিতে, অন্যটিতে ছাত্রীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৩৩
শিক্ষকের পাঠদান এক শ্রেণিতে, অন্যটিতে ছাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে নিচের শ্রেণিতে পাঠদান করানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকসংকট ও কয়েকজন শিক্ষক অনুপস্থিত থাকায় এ সমস্যার সৃষ্টি।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, সহকারী শিক্ষক শেফালী বেগম চতুর্থ শ্রেণিতে ক্লাস নিচ্ছেন আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী টিনা আক্তার তৃতীয় শ্রেণিতে ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষক না থাকায় টিনা আক্তার প্রায়ই শিক্ষকের দায়িত্ব পালন করে বলে জানা গেছে।

এ ব্যাপারে টিনা আক্তার বলে, ‘স্কুলে স্যার-ম্যাডাম কম। এক ম্যাডামের শরীর খারাপ। আরেক স্যার সরাইল শিক্ষা অফিসে কাজ করেন। শেফালী ম্যাডাম একা সামাল দিতে পারেন না। এক ক্লাসে গেলে অন্য ক্লাসের শিক্ষার্থীরা হইচই-চেঁচামেচি করে। ম্যাডাম একা পারেন না, তাই আমিও পড়াই।’

শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৯টি। বিপরীতে রয়েছেন মাত্র ৪ জন। এদের মধ্যে সহকারী শিক্ষক মনি দাস গত আগস্ট মাস থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ভারপ্রাপ্ত শিক্ষক নার্গিস আক্তার হাজিরা খাতায় সই করে প্রায়ই চলে যান বলে অভিযোগ রয়েছে। গত সোমবার বিদ্যালয়ে উপস্থিত না পেয়ে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে অফিসের কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে সহকারী শিক্ষক জয়ন্ত কুমার ধরও বিদ্যালয়ে আসেন না। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষা অফিসে দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম খাদেম বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকসংকট ও শিক্ষকদের অনুপস্থিতির সমস্যা দীর্ঘদিনের। শিক্ষার্থীর অভিভাবকেরা আমার কাছে অভিযোগ করায় এ বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে অনেকবার কথা বলেছি। কোনো কাজ হয়নি। এতে ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ বলেন, একজন শিক্ষক ছুটিতে আছেন, আরেকজন মাঝেমধ্যে অফিসে কাজ করেন। অফিসের কাজে সেদিন দুজন সরাইল এসেছিলেন। তাই বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন। নতুন করে শিক্ষক নিয়োগ হলে এ সমস্যার সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত