ক্রীড়া ডেস্ক
মাঠের লড়াইয়ে শুধু দক্ষতা আর স্নায়ুর পরীক্ষাই নয়, খেলোয়াড়দের পরীক্ষা নেন রেফারিরাও। এবার পরীক্ষা আরও কঠিন করে তুলেছেন রেফারিরা। গোল দিয়ে গোল উদ্যাপন করতেও অনেক সময় চিন্তা করতে হচ্ছে। প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরে গোল বাতিল হলো না তো! বিপরীত ঘটনাও আছে, প্রযুক্তির সহায়তায় পেনাল্টি কিংবা গোলও মিলছে।
আলোচনা আছে রেফারিংয়ের মান নিয়েও। আজ রাতে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের আগেও সামনে আসছে রেফারি-প্রসঙ্গ।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে স্প্যানিশ রেফারি মাতেও লাহোজ ১৮টি হলুদ কার্ড দেখিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। পরের দিন পর্তুগাল মরক্কোর ম্যাচেও আলোচনায় ছিলেন রেফারি। মরক্কোর কাছে হারের পর আর্জেন্টাইন রেফারি নিয়ে অভিযোগ করেছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে ও মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সেমিফাইনালের আগে তাই চোখ থাকছে রেফারির দিকেও।
আজ প্রথম সেমিফাইনালে রেফারি হিসেবে ইতালিয়ান দানিয়েল ওরসাতোর নাম ঘোষণা করেছে ফিফা। অবধারিতভাবে যে প্রশ্ন আগে আসবে, ওরসাতো কেমন রেফারি? আক্রমণাত্মক না রক্ষণাত্মক? ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল রেফারিং করছেন ওরসাতো। এর কিছুদিন পরই তিনি ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রেফারিং করার সুযোগ পান। রেফারিং করেছেন ২০১২ ইউরোতেও। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত পোহায়! ইতালিয়ান রেফারি ওরসাতোরও আছে প্রচুর হলুদ কার্ড দেওয়ার ইতিহাস। ২০১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) শেষ ষোলোর ম্যাচে ১০টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। তাঁর পরিচালিত ম্যাচে ভিএআর নিয়ে রয়েছে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের ঘটনা। গত মৌসুমে সিরি ‘আ’র ম্যাচে এসি মিলান-জুভেন্টাস ম্যাচে ভিএআরের সহায়তায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন তিনি। একই ম্যাচে অন্য এক ঘটনায় ভিএআর ব্যবহার না করায় সমালোচনাও হয়েছে এই রেফারিকে নিয়ে।
২০২০ ইউরোতে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে ছিলেন ওরসাতো। সে ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ইংলিশরা। ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রেফারি ছিলেন ওরসাতো।
কাতার-ইকুয়েডর ম্যাচে মোট কার্ড দেখানো হয় ৬টি। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও ছিলেন এই রেফারি। এই ম্যাচে আর্জেন্টিনা একটি হলুদ কার্ড দেখেছে, মেক্সিকো দেখেছে ৪টি।
কাতার বিশ্বকাপে ওরসাতোর পারফরম্যান্স নিয়ে এখনো তেমন আলোচনা-সমালোচনা হয়নি। এ তথ্যে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সমর্থকেরা।
মাঠের লড়াইয়ে শুধু দক্ষতা আর স্নায়ুর পরীক্ষাই নয়, খেলোয়াড়দের পরীক্ষা নেন রেফারিরাও। এবার পরীক্ষা আরও কঠিন করে তুলেছেন রেফারিরা। গোল দিয়ে গোল উদ্যাপন করতেও অনেক সময় চিন্তা করতে হচ্ছে। প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরে গোল বাতিল হলো না তো! বিপরীত ঘটনাও আছে, প্রযুক্তির সহায়তায় পেনাল্টি কিংবা গোলও মিলছে।
আলোচনা আছে রেফারিংয়ের মান নিয়েও। আজ রাতে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের আগেও সামনে আসছে রেফারি-প্রসঙ্গ।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে স্প্যানিশ রেফারি মাতেও লাহোজ ১৮টি হলুদ কার্ড দেখিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। পরের দিন পর্তুগাল মরক্কোর ম্যাচেও আলোচনায় ছিলেন রেফারি। মরক্কোর কাছে হারের পর আর্জেন্টাইন রেফারি নিয়ে অভিযোগ করেছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে ও মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সেমিফাইনালের আগে তাই চোখ থাকছে রেফারির দিকেও।
আজ প্রথম সেমিফাইনালে রেফারি হিসেবে ইতালিয়ান দানিয়েল ওরসাতোর নাম ঘোষণা করেছে ফিফা। অবধারিতভাবে যে প্রশ্ন আগে আসবে, ওরসাতো কেমন রেফারি? আক্রমণাত্মক না রক্ষণাত্মক? ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল রেফারিং করছেন ওরসাতো। এর কিছুদিন পরই তিনি ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রেফারিং করার সুযোগ পান। রেফারিং করেছেন ২০১২ ইউরোতেও। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত পোহায়! ইতালিয়ান রেফারি ওরসাতোরও আছে প্রচুর হলুদ কার্ড দেওয়ার ইতিহাস। ২০১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) শেষ ষোলোর ম্যাচে ১০টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। তাঁর পরিচালিত ম্যাচে ভিএআর নিয়ে রয়েছে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের ঘটনা। গত মৌসুমে সিরি ‘আ’র ম্যাচে এসি মিলান-জুভেন্টাস ম্যাচে ভিএআরের সহায়তায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন তিনি। একই ম্যাচে অন্য এক ঘটনায় ভিএআর ব্যবহার না করায় সমালোচনাও হয়েছে এই রেফারিকে নিয়ে।
২০২০ ইউরোতে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে ছিলেন ওরসাতো। সে ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ইংলিশরা। ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রেফারি ছিলেন ওরসাতো।
কাতার-ইকুয়েডর ম্যাচে মোট কার্ড দেখানো হয় ৬টি। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও ছিলেন এই রেফারি। এই ম্যাচে আর্জেন্টিনা একটি হলুদ কার্ড দেখেছে, মেক্সিকো দেখেছে ৪টি।
কাতার বিশ্বকাপে ওরসাতোর পারফরম্যান্স নিয়ে এখনো তেমন আলোচনা-সমালোচনা হয়নি। এ তথ্যে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সমর্থকেরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪