নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার ভয়াবহতার মধ্যেই দেশে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গু। চলতি বছরের সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদিকে বর্ষার মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। নভেম্বরে এসেও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। সিটি করপোরেশন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কীটতত্ত্ববিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু রোগী সারা বছরই থাকার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত নতুন কর ১৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১০৩ জন এবং বাইরে ৪৮ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৬৬২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২৩ জন। অন্যান্য জায়গায় ভর্তি আছেন ১৩৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী আক্রান্ত ও ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৯ জন। এ সময়ে মারা গেছেন মোট ৯৫ রোগী। চলতি মাসে আট দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৪১ জন। এ সময় মারা গেছেন ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর রাজধানীতে মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগী ২১ হাজার ১১৮ জন। এ সময় রাজধানীতে মৃত্যু হয়েছে ৮৭ জনের, যা মোট আক্রান্তের ৮৫ দশমিক ১৭ এবং মোট মৃত্যুর প্রায় ৯২ শতাংশই ঘটেছে রাজধানীতে।
ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হয় সাধারণত মে মাসে। জুলাই-আগস্টে চূড়ান্ত পর্যায়ে ওঠে। আবার তা সেপ্টেম্বর-অক্টোবরে কমতে থাকে। কিন্তু এ বছর তেমনটি হচ্ছে না। ধারণা করা হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ সারা বছরই থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হচ্ছে।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।
করোনার ভয়াবহতার মধ্যেই দেশে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গু। চলতি বছরের সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদিকে বর্ষার মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। নভেম্বরে এসেও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। সিটি করপোরেশন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কীটতত্ত্ববিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু রোগী সারা বছরই থাকার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত নতুন কর ১৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১০৩ জন এবং বাইরে ৪৮ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৬৬২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২৩ জন। অন্যান্য জায়গায় ভর্তি আছেন ১৩৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী আক্রান্ত ও ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৯ জন। এ সময়ে মারা গেছেন মোট ৯৫ রোগী। চলতি মাসে আট দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৪১ জন। এ সময় মারা গেছেন ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর রাজধানীতে মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগী ২১ হাজার ১১৮ জন। এ সময় রাজধানীতে মৃত্যু হয়েছে ৮৭ জনের, যা মোট আক্রান্তের ৮৫ দশমিক ১৭ এবং মোট মৃত্যুর প্রায় ৯২ শতাংশই ঘটেছে রাজধানীতে।
ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হয় সাধারণত মে মাসে। জুলাই-আগস্টে চূড়ান্ত পর্যায়ে ওঠে। আবার তা সেপ্টেম্বর-অক্টোবরে কমতে থাকে। কিন্তু এ বছর তেমনটি হচ্ছে না। ধারণা করা হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ সারা বছরই থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হচ্ছে।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫