Ajker Patrika

করদাতা অনুপাতে উন্নয়ন হয়নি: মেয়র

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৩৯
করদাতা অনুপাতে উন্নয়ন হয়নি: মেয়র

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর কর অঞ্চলে করদাতার সংখ্যা অন্য এলাকার চেয়ে ভালো এবং সন্তোষজনক। তারপরও সে অনুপাতে রংপুরের উন্নয়ন হয়নি।

গতকাল বুধবার নগরীর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।

মোস্তাফিজার রহমান বলেন, ‘রংপুর অঞ্চলের মানুষেরা কর প্রদানে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই নিরিখে রংপুরের উন্নয়ন হয়নি। বাজেট প্রণয়নে রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়ে আসছে। অন্যান্য বিভাগের চেয়ে আমাদের জন্য বরাদ্দ অনেক কম। এই বৈষম্যের কারণে উন্নয়নেও আমরা এখনো পিছিয়ে রয়েছি।’

মেয়র রংপুর অঞ্চলে উন্নয়ন বৈষম্য দূরীকরণ ও বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

মেয়র আরও বলেন, ‘আমাদের ১৭ কোটি মানুষের মধ্যে করদাতা মাত্র ২৯ লাখ। এটা দুঃখজনক। এই পরিসংখ্যান সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। যাঁরা স্বাবলম্বী এবং বছরে ৩ লাখ টাকার ঊর্ধ্বে আয় করছেন, তাঁদের ওপরই কর প্রযোজ্য। কিন্তু ৩ লাখের ওপর আয় করা বেশির ভাগ মানুষই করদাতার তালিকার বাইরে।’

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ব্যতীত রংপুর কর অঞ্চলের আওতাধীন রংপুর মহানগরসহ বিভাগের সাত জেলা থেকে চার ক্যাটাগরিতে ৫৬ জনকে সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এবার এই অঞ্চলের প্রত্যেক জেলা থেকে সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে তিনজন, দীর্ঘমেয়াদি করদাতায় দুজন, নারী করদাতায় একজন ও তরুণ একজন করে সাত জেলা থেকে মোট ৪৯ জন এবং সিটি করপোরেশন থেকে সাতজনসহ মোট ৫৬ জনকে সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়।

২০২০-২১ করবর্ষে রংপুর সিটি করপোরেশন এলাকার মধ্যে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন তৌহিদ হোসেন আশরাফী, মনজুর আহমেদ ও রফিকুল ইসলাম। দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে মোসাদ্দেক হোসেন, আলমগীর হোসেন, সর্বোচ্চ করদাতা নারী হিসেবে সাবা পারভীন ও তরুণ পুরুষ ক্যাটাগরিতে রোজাফ কবির সম্মাননা স্মারক পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত