রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর কর অঞ্চলে করদাতার সংখ্যা অন্য এলাকার চেয়ে ভালো এবং সন্তোষজনক। তারপরও সে অনুপাতে রংপুরের উন্নয়ন হয়নি।
গতকাল বুধবার নগরীর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।
মোস্তাফিজার রহমান বলেন, ‘রংপুর অঞ্চলের মানুষেরা কর প্রদানে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই নিরিখে রংপুরের উন্নয়ন হয়নি। বাজেট প্রণয়নে রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়ে আসছে। অন্যান্য বিভাগের চেয়ে আমাদের জন্য বরাদ্দ অনেক কম। এই বৈষম্যের কারণে উন্নয়নেও আমরা এখনো পিছিয়ে রয়েছি।’
মেয়র রংপুর অঞ্চলে উন্নয়ন বৈষম্য দূরীকরণ ও বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
মেয়র আরও বলেন, ‘আমাদের ১৭ কোটি মানুষের মধ্যে করদাতা মাত্র ২৯ লাখ। এটা দুঃখজনক। এই পরিসংখ্যান সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। যাঁরা স্বাবলম্বী এবং বছরে ৩ লাখ টাকার ঊর্ধ্বে আয় করছেন, তাঁদের ওপরই কর প্রযোজ্য। কিন্তু ৩ লাখের ওপর আয় করা বেশির ভাগ মানুষই করদাতার তালিকার বাইরে।’
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ব্যতীত রংপুর কর অঞ্চলের আওতাধীন রংপুর মহানগরসহ বিভাগের সাত জেলা থেকে চার ক্যাটাগরিতে ৫৬ জনকে সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এবার এই অঞ্চলের প্রত্যেক জেলা থেকে সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে তিনজন, দীর্ঘমেয়াদি করদাতায় দুজন, নারী করদাতায় একজন ও তরুণ একজন করে সাত জেলা থেকে মোট ৪৯ জন এবং সিটি করপোরেশন থেকে সাতজনসহ মোট ৫৬ জনকে সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়।
২০২০-২১ করবর্ষে রংপুর সিটি করপোরেশন এলাকার মধ্যে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন তৌহিদ হোসেন আশরাফী, মনজুর আহমেদ ও রফিকুল ইসলাম। দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে মোসাদ্দেক হোসেন, আলমগীর হোসেন, সর্বোচ্চ করদাতা নারী হিসেবে সাবা পারভীন ও তরুণ পুরুষ ক্যাটাগরিতে রোজাফ কবির সম্মাননা স্মারক পেয়েছেন।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর কর অঞ্চলে করদাতার সংখ্যা অন্য এলাকার চেয়ে ভালো এবং সন্তোষজনক। তারপরও সে অনুপাতে রংপুরের উন্নয়ন হয়নি।
গতকাল বুধবার নগরীর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।
মোস্তাফিজার রহমান বলেন, ‘রংপুর অঞ্চলের মানুষেরা কর প্রদানে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই নিরিখে রংপুরের উন্নয়ন হয়নি। বাজেট প্রণয়নে রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়ে আসছে। অন্যান্য বিভাগের চেয়ে আমাদের জন্য বরাদ্দ অনেক কম। এই বৈষম্যের কারণে উন্নয়নেও আমরা এখনো পিছিয়ে রয়েছি।’
মেয়র রংপুর অঞ্চলে উন্নয়ন বৈষম্য দূরীকরণ ও বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
মেয়র আরও বলেন, ‘আমাদের ১৭ কোটি মানুষের মধ্যে করদাতা মাত্র ২৯ লাখ। এটা দুঃখজনক। এই পরিসংখ্যান সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। যাঁরা স্বাবলম্বী এবং বছরে ৩ লাখ টাকার ঊর্ধ্বে আয় করছেন, তাঁদের ওপরই কর প্রযোজ্য। কিন্তু ৩ লাখের ওপর আয় করা বেশির ভাগ মানুষই করদাতার তালিকার বাইরে।’
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ব্যতীত রংপুর কর অঞ্চলের আওতাধীন রংপুর মহানগরসহ বিভাগের সাত জেলা থেকে চার ক্যাটাগরিতে ৫৬ জনকে সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এবার এই অঞ্চলের প্রত্যেক জেলা থেকে সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে তিনজন, দীর্ঘমেয়াদি করদাতায় দুজন, নারী করদাতায় একজন ও তরুণ একজন করে সাত জেলা থেকে মোট ৪৯ জন এবং সিটি করপোরেশন থেকে সাতজনসহ মোট ৫৬ জনকে সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়।
২০২০-২১ করবর্ষে রংপুর সিটি করপোরেশন এলাকার মধ্যে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন তৌহিদ হোসেন আশরাফী, মনজুর আহমেদ ও রফিকুল ইসলাম। দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে মোসাদ্দেক হোসেন, আলমগীর হোসেন, সর্বোচ্চ করদাতা নারী হিসেবে সাবা পারভীন ও তরুণ পুরুষ ক্যাটাগরিতে রোজাফ কবির সম্মাননা স্মারক পেয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪