Ajker Patrika

সড়কে থ্রি-হুইলারের রাজত্ব

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
সড়কে থ্রি-হুইলারের রাজত্ব

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় মহাসড়কের যাত্রীছাউনির পাশে সংযোগ সড়কে গড়ে উঠেছে থ্রি-হুইলার স্ট্যান্ড। দিনের বেশির ভাগ সময়ই সংযোগ সড়কের এ স্থানটি আটকে থাকে ব্যাটারিচালিত ইজিবাইক, মাহিন্দ্রা, সিএনজি আর ভ্যানে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করে অন্যান্য যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো যাত্রী নামাতে শিবচরের পাঁচ্চর যাত্রীছাউনিতে থামে। যাত্রীরা এখানে নেমে ছোট যানবাহনে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ঢাকা থেকে আসা যাত্রীদের ঘিরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কেই গড়ে উঠেছে থ্রি-হুইলার স্ট্যান্ড। সড়কের দুই পাশজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয় থ্রি-হুইলার। সড়কের ওপর থেকে তোলা হচ্ছে যাত্রী। এভাবে যত্রতত্র গাড়ি থামানো ও যাত্রী ওঠানামা করার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান চালকেরা। তা ছাড়া সড়কের ওপর সারাক্ষণ গাড়ির জটলা থাকায় বিপাকে পড়তে হয় সাধারণ চালকদের।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীদের গাড়িতে তুলতে সারাক্ষণ ভিড় লেগে থাকে থ্রি-হুইলারের। ফলে সড়কের ওপর সৃষ্টি হয় যানবাহনের জটলা। এতে এক লেনের সংযোগ সড়ক দিয়ে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকদের পড়তে হয় বিপাকে। বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনারও শিকার হতে হয় বলে চালকেরা জানান।

পিকআপচালক মো. ইউসুফ বলেন, যাত্রীছাউনির সংযোগ সড়কের ওপরই অসংখ্য ইজিবাইক রাখা হয়। রাস্তার ওপর ইজিবাইকচালকেরা স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন। এতে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের সমস্যা হয়। যানজট লেগে থাকে সারাক্ষণই।

মোটরবাইক আরোহী নাদিম বলেন, ‘পাঁচ্চরের এ স্থানটিকে ইজিবাইকের স্ট্যান্ড বানিয়েছেন চালকেরা। এক্সপ্রেসওয়ের অন্য কোথাও এ রকম দেখি না। সড়কের ওপর এভাবে গাড়ির জটলা থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

ইজিবাইকচালক মো. ফরিদ বলেন, ‘আশপাশে কোনো ইজিবাইক স্ট্যান্ড না থাকায় রাস্তার ওপরই এখন স্ট্যান্ড হয়ে গেছে। আমরা এখানে এলেই ঢাকা থেকে আসা যাত্রী পাই আর এখানে ইজিবাইক না থাকলে যাত্রীদের অনেক দূর হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হতো।’

ইব্রাহিম নামের এক পথচারী বলেন, পাঁচ্চরের এই যাত্রীছাউনিতে ঢাকা থেকে আসা বাস থামে, তারা এখানে যাত্রী নামায়। ফলে রাস্তার ওপরই গাড়ির স্ট্যান্ড গড়ে উঠেছে। সারা দিন গাড়ির জটলা লেগেই থাকে। সংযোগ সড়ক দিয়ে চলাচলরত অন্যান্য যানবাহনের চলাচল এখানে ব্যাহত হয়। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।

পাঁচ্চর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘এসব ইজিবাইক, অটো ভ্যান, সিএনজি, মাহিন্দ্রা যাতে রাস্তায় দাঁড়িয়ে থেকে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাঁচ্চরে নিয়মিত আমাদের ডিউটি থাকে। সড়কে জটলা দেখলেই ব্যবস্থা নেওয়া হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত