Ajker Patrika

মালয়েশিয়ায় এমটিসিপি স্কলারশিপে পড়ার সুযোগ

আবিদা সুলতানা শামীমা
আপডেট : ০৮ জুন ২০২৩, ১০: ১৭
মালয়েশিয়ায় এমটিসিপি স্কলারশিপে পড়ার সুযোগ

দ্য মালয়েশিয়ান টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) নামে স্কলারশিপের প্রবর্তন করেছে মালয়েশিয়ার বৈদেশিক নীতিবিষয়ক মন্ত্রণালয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ দিচ্ছে মালয়েশিয়া সরকার। এই স্কলারশিপের উদ্দেশ্য—অন্যান্য দেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক মজবুত এবং পারস্পরিক সহযোগিতার উন্নয়ন ঘটানো। মালয়েশিয়ার উন্নয়ন ও অভিজ্ঞতার জ্ঞানকে অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে ভাগ করে নেওয়া সে দেশের সরকারের আরেকটি উদ্দেশ্য।

১৯৮০ সাল থেকে মালয়েশিয়ার এ স্কলারশিপ প্রোগ্রাম চালু রয়েছে। এই স্কলারশিপের আওতায় এ পর্যন্ত ১৪৪টি দেশের ৩৪ হাজার শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। 

স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্য

  • আয়োজক সংস্থা: বৈদেশিক নীতিবিষয়ক মন্ত্রণালয়। 
  • ডিগ্রি লেভেল: পোস্টগ্র্যাজুয়েট।
  • সম্পূর্ণ বিনা মূল্যে স্কলারশিপ।
  • ব্যাপ্তিকাল: ২৪ থেকে ৩৬ মাস।

স্কলারশিপের সুযোগ-সুবিধা

এমটিসিপি স্কলারশিপ প্রোগ্রাম একটি ফুল ফান্ডেড প্রোগ্রাম, যা শিক্ষার্থীকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। যেমন—

  • পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। 
  • দৈনন্দিন খরচের জন্য শিক্ষার্থীকে মাসিক ৩ হাজার ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত দেওয়া হবে।
  • বইপত্র কেনার খরচ। 
  • শিক্ষা উপকরণের জন্য ভাতা। 
  • বাড়ি ভাড়া। 
  • থিসিসের জন্য ভাতা। 
  • মেডিকেল ইনস্যুরেন্স।
  • রাউন্ড ট্রিপের জন্য ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হবে। 

যেসব বিষয়ে পড়া যাবে

বিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, কারিগরিবিদ্যা, অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, সামাজিক বিজ্ঞান, 
মানবিক, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি অথবা অ্যাকোয়া কৃষি, শিক্ষা।

আবেদনের যোগ্যতা
এমটিসিপি স্কলারশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হতে হলে প্রার্থীর মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে। এগুলো হলো—

  • শিক্ষার্থীকে অবশ্যই উন্নয়নশীল দেশের বাসিন্দা হতে হবে। 
  • বয়স ৪৫-এর বেশি নয়। 
  • একাডেমিক ক্ষেত্রে খুব ভালো ফলের অধিকারী হতে হবে।  
  • শিক্ষার্থীকে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে। 
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 
  • ইতিমধ্যে অন্য কোনো মালয়েশিয়ান সরকারি অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

প্রয়োজনীয় কাগজপত্র
স্কলারশিপের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে—

  • সিভি ও স্কলারশিপের আবেদন ফরম 
  • যেকোনো মালয়েশিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার 
  • দুজন ব্যক্তির রেকমেন্ডেশন লেটার 
  • সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • স্টেটমেন্ট অব ইনটেন্ট

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত