আজিজুর রহমান, চৌগাছা
যশোরের চৌগাছায় পাইকারি বাজারে সবজির দাম কম পাওয়ায় চাষিদের মাঝে হতাশা দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর থেকেই পাইকারি বাজারে সবজির দাম কমে যায়।
প্রায় দুই সপ্তাহ ধরে এই অবস্থায় চলায় লাভ তো দূরের কথা, খরচের টাকা তোলা নিয়েই শঙ্কায় রয়েছেন বলে কৃষকেরা জানিয়েছেন। তবে আগের তুলনায় গতকাল শুক্রবার সবজির দাম সামান্য বাড়লেও তা অনেক কম বলে তাঁরা জানান।
এদিকে ঠিক উল্টো চিত্র দেখা গেছে উপজেলার খুচরা বাজারে। সেখানে বিক্রেতাদের কাছে একই সবজি দেড় থেকে দ্বিগুণ, কোনোটির দাম তিন গুন পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজার থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে এমন বেশি দামে সবজি বিক্রি করতে দেখা গেছে।
শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির সরবরাহ তুলনামূলক কম। সরবরাহ কম হলেও পাইকারি বাজারে দাম কম। তবে সেটা গত সপ্তাহের তুলনায় বাড়তে শুরু করেছে।
পাইকারি ব্যবসায়ী মুকুল হোসেন বলেন, ‘আগের তুলনায় সবজির দাম একটু বেড়েছে। আজ (শুক্রবার) পাইকারিতে প্রতিকেজি শিম ১৫ থেকে ১৮, কাঁচা মরিচ ২০ থেকে ২২, বেগুন ২০ থেকে ২৫, পটল ৩০ থেকে ৩৫, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫, মুলা ৫ থেকে ৬, পেঁপে ৫ থেকে ৮, বাঁধাকপি ৮ থেকে ১০, ফুলকপি ২৫ থেকে ২৮, রসুন ২২ থেকে ৩০, টমেটো ৩০ থেকে ৩২, মুখিকচু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।’
অন্যদিকে কাঁচা বাজারের মধ্যেই খুচরা বাজারে এবং ২০০ মিটার দূরের খুচরা বাজারে প্রতিকেজি শিম ৩০ থেকে ৩৫, কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০, বেগুন ৪০ থেকে ৬০, পটোল ৫০ থেকে ৫৫, মিষ্টি কুমড়ো ৪০ থেকে ৫০, মুলা ২০ থেকে ২৫, পেঁপে ২০ থেকে ২৫, বাঁধাকপি ২০ থেকে ২৫, ফুলকপি (প্রতিটি) ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার মুকুল হোসেন জানান, বাজারে বাইরের পাইকারি ব্যবসায়ী তুলনামূলক কম আসায় সবজির দাম বাড়ছে না।’
জুয়েল রানা নামে এক কৃষক বলেন, ‘আমি দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছিলাম। আশা করেছিলাম এবার তাতে ভালো লাভ হবে। কিন্তু একে তো বাজারে দাম একেবারে নিম্নমুখী। অন্যদিকে বৃষ্টিতে খেতের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এবার খরচও উঠবে না।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন খুচরা বিক্রেতা বলেন, ‘দোকান ভাড়া ও খাজনার কারণে দাম একটি বাড়তি নেওয়া হচ্ছে।’
যশোরের চৌগাছায় পাইকারি বাজারে সবজির দাম কম পাওয়ায় চাষিদের মাঝে হতাশা দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর থেকেই পাইকারি বাজারে সবজির দাম কমে যায়।
প্রায় দুই সপ্তাহ ধরে এই অবস্থায় চলায় লাভ তো দূরের কথা, খরচের টাকা তোলা নিয়েই শঙ্কায় রয়েছেন বলে কৃষকেরা জানিয়েছেন। তবে আগের তুলনায় গতকাল শুক্রবার সবজির দাম সামান্য বাড়লেও তা অনেক কম বলে তাঁরা জানান।
এদিকে ঠিক উল্টো চিত্র দেখা গেছে উপজেলার খুচরা বাজারে। সেখানে বিক্রেতাদের কাছে একই সবজি দেড় থেকে দ্বিগুণ, কোনোটির দাম তিন গুন পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজার থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে এমন বেশি দামে সবজি বিক্রি করতে দেখা গেছে।
শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির সরবরাহ তুলনামূলক কম। সরবরাহ কম হলেও পাইকারি বাজারে দাম কম। তবে সেটা গত সপ্তাহের তুলনায় বাড়তে শুরু করেছে।
পাইকারি ব্যবসায়ী মুকুল হোসেন বলেন, ‘আগের তুলনায় সবজির দাম একটু বেড়েছে। আজ (শুক্রবার) পাইকারিতে প্রতিকেজি শিম ১৫ থেকে ১৮, কাঁচা মরিচ ২০ থেকে ২২, বেগুন ২০ থেকে ২৫, পটল ৩০ থেকে ৩৫, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫, মুলা ৫ থেকে ৬, পেঁপে ৫ থেকে ৮, বাঁধাকপি ৮ থেকে ১০, ফুলকপি ২৫ থেকে ২৮, রসুন ২২ থেকে ৩০, টমেটো ৩০ থেকে ৩২, মুখিকচু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।’
অন্যদিকে কাঁচা বাজারের মধ্যেই খুচরা বাজারে এবং ২০০ মিটার দূরের খুচরা বাজারে প্রতিকেজি শিম ৩০ থেকে ৩৫, কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০, বেগুন ৪০ থেকে ৬০, পটোল ৫০ থেকে ৫৫, মিষ্টি কুমড়ো ৪০ থেকে ৫০, মুলা ২০ থেকে ২৫, পেঁপে ২০ থেকে ২৫, বাঁধাকপি ২০ থেকে ২৫, ফুলকপি (প্রতিটি) ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার মুকুল হোসেন জানান, বাজারে বাইরের পাইকারি ব্যবসায়ী তুলনামূলক কম আসায় সবজির দাম বাড়ছে না।’
জুয়েল রানা নামে এক কৃষক বলেন, ‘আমি দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছিলাম। আশা করেছিলাম এবার তাতে ভালো লাভ হবে। কিন্তু একে তো বাজারে দাম একেবারে নিম্নমুখী। অন্যদিকে বৃষ্টিতে খেতের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এবার খরচও উঠবে না।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন খুচরা বিক্রেতা বলেন, ‘দোকান ভাড়া ও খাজনার কারণে দাম একটি বাড়তি নেওয়া হচ্ছে।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১৪ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪