Ajker Patrika

সমস্যা মাথায় পায়ে শিকল দীপকের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯: ৩৪
Thumbnail image

বছর খানেক আগেও সবার সঙ্গে চলাফেরা করেছেন দীপক চন্দ্র (২৬)। তিনি বাগমারা উপজেলার মচমইল আদিবাসীপাড়ার গোপাল চন্দ্রের ছেলে। হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয় তাঁর ভেতর। শুরু হয় অসংলগ্ন কথাবার্তা। এক সময় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের লোকজনকে মারধর করাসহ আসবাব ভাঙচুর করতে থাকেন। পরে নিরুপায় হয়ে বাড়ির লোকজন প্রায় পাঁচ মাস ধরে শিকল ও রশি দিয়ে দীপকের হাত-পা বেঁধে রেখেছেন।

মচমইল বাজারের পাশে পরিত্যক্ত এক জমিদারবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ক্ষুদ্র জাতিসত্তার কয়েকটি পরিবার। দীপকের পরিবারও সেখানে থাকে।

দীপকের বাবা গোপাল চন্দ্র বলেন, চিকিৎসার জন্য টাকা না থাকায় ছেলেকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় ৯ নম্বর শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামাণিক বলেন, দীপক হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি শোনার পর তাঁর পরিবারকে সহায়তা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত