মুফতি আবু দারদা
জুমার নামাজের আগে চার রাকাত নামাজ আদায় করা সুন্নত। এ বিষয়টি মহানবী (সা.)-এর হাদিস ও সাহাবি-তাবিয়িদের আমল থেকে প্রমাণিত। আলি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জুমার আগে চার রাকাত এবং পরে চার রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। (আল-মুজামুল আওসাত) ইমাম জাইনুদ্দিন ইরাকি (রহ.) বলেছেন, ‘রাসুল (সা.) জুমার আগে চার রাকাত (নামাজ) পড়েছেন।’ (মিরকাত) এ প্রসঙ্গে ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) জুমার আগে এবং পরে চার রাকাত সুন্নত পড়েছেন।’ (আল-মুজামুল কাবির)
সাহাবি ও তাবিয়িগণও এই সুন্নত নামাজ আদায় করতেন। আবু আবদুর রহমান আস-সুলামি বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) আমাদের জুমার আগে চার রাকাত এবং পরে চার রাকাত নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। (আবদুর রাজ্জাক) ইমাম তিরমিজি (রহ.) বলেন, ‘সুফিয়ান সাওরি ও আবদুল্লাহ ইবনে মোবারক (রহ.) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর মতের অনুসরণ করেছেন।’ (তিরমিজি)
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘তিনি জুমার আগে চার রাকাত পড়তেন। আর এই চার রাকাতের মধ্যখানে কোনো সালাম ফেরাতেন না। এরপর জুমা শেষে দুই রাকাত এবং তারপর চার রাকাত পড়তেন।’ (শরহু মাআনিল আসার)। হাদিসটি সহিহ। ইবরাহিম নাখয়ি (রহ.) বলেন, ‘সাহাবায়ে কেরাম জুমার আগে চার রাকাত আদায় করতেন।’ (ইবনে আবি শাইবা)
এই নামাজের গুরুত্ব সম্পর্কে ইমামদের অধিকাংশের মত হলো, জুমার নামাজের আগের সুন্নত হলো সুন্নতে মুয়াক্কাদা। এ বিষয়ে ইমাম ইবনে রজব হাম্বলি (রহ.) বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, ইজমা আছে যে জুমার আগে সূর্য ঢলার পর নামাজ পড়া উত্তম আমল। তবে ইমামরা এ বিষয়ে মতানৈক্য করেছেন যে জুমার আগের সুন্নত জোহরের আগের চার রাকাতের মতো মুয়াক্কাদা, নাকি আসরের আগের সুন্নতের মতো মোস্তাহাব? এ ক্ষেত্রে অধিকাংশ ইমাম বলেছেন, জুমার আগের সুন্নত হলো সুন্নতে মুয়াক্কাদা বা রাতিবা। এটি ইমাম আওজায়ি, সুফিয়ান সাওরি, ইমাম আবু হানিফা এবং তাঁর ছাত্রদের কথা। ইমাম আহমদ ও ইমাম শাফেয়ি (রহ.)-এর মতও এমন। (ফাতহুল বারি)
সুতরাং প্রমাণিত হয়, জুমার আগের চার রাকাত সুন্নত ইসলামি শরিয়তের গুরুত্বপূর্ণ একটি সুন্নত এবং তা সুন্নতে মুয়াক্কাদা। যাঁরা জুমার আগে কোনো সুন্নত নেই বলে দাবি করেন, তাঁদের দাবি সঠিক নয়।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
জুমার নামাজের আগে চার রাকাত নামাজ আদায় করা সুন্নত। এ বিষয়টি মহানবী (সা.)-এর হাদিস ও সাহাবি-তাবিয়িদের আমল থেকে প্রমাণিত। আলি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জুমার আগে চার রাকাত এবং পরে চার রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। (আল-মুজামুল আওসাত) ইমাম জাইনুদ্দিন ইরাকি (রহ.) বলেছেন, ‘রাসুল (সা.) জুমার আগে চার রাকাত (নামাজ) পড়েছেন।’ (মিরকাত) এ প্রসঙ্গে ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) জুমার আগে এবং পরে চার রাকাত সুন্নত পড়েছেন।’ (আল-মুজামুল কাবির)
সাহাবি ও তাবিয়িগণও এই সুন্নত নামাজ আদায় করতেন। আবু আবদুর রহমান আস-সুলামি বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) আমাদের জুমার আগে চার রাকাত এবং পরে চার রাকাত নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। (আবদুর রাজ্জাক) ইমাম তিরমিজি (রহ.) বলেন, ‘সুফিয়ান সাওরি ও আবদুল্লাহ ইবনে মোবারক (রহ.) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর মতের অনুসরণ করেছেন।’ (তিরমিজি)
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘তিনি জুমার আগে চার রাকাত পড়তেন। আর এই চার রাকাতের মধ্যখানে কোনো সালাম ফেরাতেন না। এরপর জুমা শেষে দুই রাকাত এবং তারপর চার রাকাত পড়তেন।’ (শরহু মাআনিল আসার)। হাদিসটি সহিহ। ইবরাহিম নাখয়ি (রহ.) বলেন, ‘সাহাবায়ে কেরাম জুমার আগে চার রাকাত আদায় করতেন।’ (ইবনে আবি শাইবা)
এই নামাজের গুরুত্ব সম্পর্কে ইমামদের অধিকাংশের মত হলো, জুমার নামাজের আগের সুন্নত হলো সুন্নতে মুয়াক্কাদা। এ বিষয়ে ইমাম ইবনে রজব হাম্বলি (রহ.) বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, ইজমা আছে যে জুমার আগে সূর্য ঢলার পর নামাজ পড়া উত্তম আমল। তবে ইমামরা এ বিষয়ে মতানৈক্য করেছেন যে জুমার আগের সুন্নত জোহরের আগের চার রাকাতের মতো মুয়াক্কাদা, নাকি আসরের আগের সুন্নতের মতো মোস্তাহাব? এ ক্ষেত্রে অধিকাংশ ইমাম বলেছেন, জুমার আগের সুন্নত হলো সুন্নতে মুয়াক্কাদা বা রাতিবা। এটি ইমাম আওজায়ি, সুফিয়ান সাওরি, ইমাম আবু হানিফা এবং তাঁর ছাত্রদের কথা। ইমাম আহমদ ও ইমাম শাফেয়ি (রহ.)-এর মতও এমন। (ফাতহুল বারি)
সুতরাং প্রমাণিত হয়, জুমার আগের চার রাকাত সুন্নত ইসলামি শরিয়তের গুরুত্বপূর্ণ একটি সুন্নত এবং তা সুন্নতে মুয়াক্কাদা। যাঁরা জুমার আগে কোনো সুন্নত নেই বলে দাবি করেন, তাঁদের দাবি সঠিক নয়।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫