২০১৪ সালের ৬ এপ্রিল বাংলাদেশের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছিলেন কুমার সাঙ্গাকারা-মহেলা জয়াবর্ধনেরা। বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে শ্রীলঙ্কার হয়ে বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হতে না পারার দুঃখ ঘুচেছিল সে রাতে। তখন কে জানত, এরপরই লঙ্কান ক্রিকেটে নেমে আসবে ঘোর অন্ধকার!
দুই বন্ধুপ্রতীম সতীর্থ ২০১৪ ফাইনালের পর টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় জানিয়েছিলেন। এরপর তাঁদের শূন্যতা পূরণ করা দূরে থাক, ধারেকাছেও আসতে পারেননি কেউ। সাঙ্গাকারা-জয়াবর্ধনের অবসরের পর ৭৫ ম্যাচের ৫১টিতে হারই বলে দিচ্ছে কতটা টালমাটাল অবস্থা লঙ্কানদের।
তিলকারত্নে দিলশানও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আলো ছড়াতে পারেননি। নিভু নিভু হয়ে জ্বলছিলেন লাসিথ মালিঙ্গা। তাঁকেও রাখা হয়নি এবারের বিশ্বকাপ দলে। ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবেই বেরোতে না পারা লঙ্কানদের তাই পেরিয়ে আসতে হচ্ছে বাছাই পর্ব (প্রথম রাউন্ড)! সব মিলিয়ে তারুণ্যনির্ভর দল নিয়েই আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা।
আবুধাবিতে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নবাগত নামিবিয়া। এর আগে টি-টোয়েন্টি সংস্করণে কখনোই দেখা হয়নি দুই দলের। তবে ‘অচেনা’ নামিবিয়ার বিপক্ষে ফেবারিট দাসুন শানাকা-কুশল পেরেরা-ওয়ানিন্দু হাসারাঙ্গারাই।
শ্রীলঙ্কার এ দুরবস্থায় অবশ্য হাত গুটিয়ে বসে থাকতে পারেননি জয়াবর্ধনে। শেষ মুহূর্তে উত্তরসূরিদের পরামর্শক হতে রাজি হয়েছেন তিনি। লঙ্কান কিংবদন্তি নতুন ভূমিকায় আসার পর দলের পরিবেশটাও পাল্টে গেছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে জয় পাওয়া লঙ্কানরা জয়াবর্ধনের ছোঁয়ায় সাফল্যের মুখ দেখবে—এমন প্রত্যাশা করতেই পারেন দ্বীপ দেশটির সমর্থকেরা।
চমক দেখানোর মতো কিছু খেলোয়াড় আছেন নামিবিয়াতেও। ডেভিড ভিসের নাম আসছে সবার আগে। দক্ষিণ আফ্রিকার হয়ে গত বিশ্বকাপ খেলা এই অলরাউন্ডারের বাবা নামিবিয়ান। সেই সূত্রেই তিনি খেলছেন নতুন দলের হয়ে।
২০১৪ সালের ৬ এপ্রিল বাংলাদেশের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছিলেন কুমার সাঙ্গাকারা-মহেলা জয়াবর্ধনেরা। বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে শ্রীলঙ্কার হয়ে বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হতে না পারার দুঃখ ঘুচেছিল সে রাতে। তখন কে জানত, এরপরই লঙ্কান ক্রিকেটে নেমে আসবে ঘোর অন্ধকার!
দুই বন্ধুপ্রতীম সতীর্থ ২০১৪ ফাইনালের পর টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় জানিয়েছিলেন। এরপর তাঁদের শূন্যতা পূরণ করা দূরে থাক, ধারেকাছেও আসতে পারেননি কেউ। সাঙ্গাকারা-জয়াবর্ধনের অবসরের পর ৭৫ ম্যাচের ৫১টিতে হারই বলে দিচ্ছে কতটা টালমাটাল অবস্থা লঙ্কানদের।
তিলকারত্নে দিলশানও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আলো ছড়াতে পারেননি। নিভু নিভু হয়ে জ্বলছিলেন লাসিথ মালিঙ্গা। তাঁকেও রাখা হয়নি এবারের বিশ্বকাপ দলে। ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবেই বেরোতে না পারা লঙ্কানদের তাই পেরিয়ে আসতে হচ্ছে বাছাই পর্ব (প্রথম রাউন্ড)! সব মিলিয়ে তারুণ্যনির্ভর দল নিয়েই আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা।
আবুধাবিতে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নবাগত নামিবিয়া। এর আগে টি-টোয়েন্টি সংস্করণে কখনোই দেখা হয়নি দুই দলের। তবে ‘অচেনা’ নামিবিয়ার বিপক্ষে ফেবারিট দাসুন শানাকা-কুশল পেরেরা-ওয়ানিন্দু হাসারাঙ্গারাই।
শ্রীলঙ্কার এ দুরবস্থায় অবশ্য হাত গুটিয়ে বসে থাকতে পারেননি জয়াবর্ধনে। শেষ মুহূর্তে উত্তরসূরিদের পরামর্শক হতে রাজি হয়েছেন তিনি। লঙ্কান কিংবদন্তি নতুন ভূমিকায় আসার পর দলের পরিবেশটাও পাল্টে গেছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে জয় পাওয়া লঙ্কানরা জয়াবর্ধনের ছোঁয়ায় সাফল্যের মুখ দেখবে—এমন প্রত্যাশা করতেই পারেন দ্বীপ দেশটির সমর্থকেরা।
চমক দেখানোর মতো কিছু খেলোয়াড় আছেন নামিবিয়াতেও। ডেভিড ভিসের নাম আসছে সবার আগে। দক্ষিণ আফ্রিকার হয়ে গত বিশ্বকাপ খেলা এই অলরাউন্ডারের বাবা নামিবিয়ান। সেই সূত্রেই তিনি খেলছেন নতুন দলের হয়ে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫