কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা নিজ খরচে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সওজ। সাত দিনের মধ্যে এসব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ২৪ মে ‘সওজের খালি জায়গায় এক রাতেই উঠল গুদামঘর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় আজকের পত্রিকায়। এরপর বিষয়টি নজরে আসে জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কর্তৃপক্ষ।
স্থানীয় এলাকাবাসী জানান, কালাইয়ের বারোয়ারি শেড অনেক পুরোনো। আগে এখানেই কালাইয়ের বাজার বসত। বাজার হওয়ার কারণে তৎকালীন আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সময়ে দুটি বারোয়ারি শেড নির্মিত হয়। তার মধ্যে ২০০৮ সালে সড়কে অবৈধ উচ্ছেদ অভিযানের সময়ে একটি বারোয়ারি শেড ভাঙা হলেও আরেকটি বারোয়ারি শেড থেকে যায়। শুধু কালাই বাজারে সওজের জায়গায় অবৈধভাবে উঠেছে শতাধিক দোকান।
সরেজমিন দেখা গেছে, কালাই পৌরশহরে বাসস্ট্যান্ড এলাকায় সওজ অধিদপ্তরের জায়গা হলেও সেই জায়গা দখল করে দোকানপাট ও কাঁচাবাজার গড়ে উঠেছে। কালাই বাজার থেকে কালাই পৌরসভার হাটবাজারের নামে খাজনাও আদায় করা হয়। এই জায়গা থেকে খাজনা আদায় করে কালাই পৌরসভার হাট ইজারাদার।
সড়ক ও জনপথ বিভাগের তদারকি না থাকায় দিন দিন প্রায় তিন একর জমি বেহাত হয়ে যাচ্ছে। রাস্তার উত্তর পাশে কালাই থানা মোড় থেকে পূর্বের হাসনাহেনা সিনেমা মোড় পর্যন্ত ফাঁকা জায়গায় কাঁচাবাজার, বসতবাড়ি, রাজনৈতিক দল, সমিতির কার্যালয়, চায়ের স্টল, মুদিখানা গড়ে উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কালাই বাজারের কাঁচাবাজার ব্যবসায়ী বলেন, গত শনিবার সওজ থেকে কালাই বাজারের শতাধিক দোকানিকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে সওজ সময় দিয়েছে সাত দিন।
এ বিষয়ে জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, কালাই বাসস্ট্যান্ড এলাকায় কালাই বাজারে সওজের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা বা অবকাঠামো সাত দিনের মধ্যে নিজ খরচে অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা নিজ খরচে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সওজ। সাত দিনের মধ্যে এসব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ২৪ মে ‘সওজের খালি জায়গায় এক রাতেই উঠল গুদামঘর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় আজকের পত্রিকায়। এরপর বিষয়টি নজরে আসে জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কর্তৃপক্ষ।
স্থানীয় এলাকাবাসী জানান, কালাইয়ের বারোয়ারি শেড অনেক পুরোনো। আগে এখানেই কালাইয়ের বাজার বসত। বাজার হওয়ার কারণে তৎকালীন আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সময়ে দুটি বারোয়ারি শেড নির্মিত হয়। তার মধ্যে ২০০৮ সালে সড়কে অবৈধ উচ্ছেদ অভিযানের সময়ে একটি বারোয়ারি শেড ভাঙা হলেও আরেকটি বারোয়ারি শেড থেকে যায়। শুধু কালাই বাজারে সওজের জায়গায় অবৈধভাবে উঠেছে শতাধিক দোকান।
সরেজমিন দেখা গেছে, কালাই পৌরশহরে বাসস্ট্যান্ড এলাকায় সওজ অধিদপ্তরের জায়গা হলেও সেই জায়গা দখল করে দোকানপাট ও কাঁচাবাজার গড়ে উঠেছে। কালাই বাজার থেকে কালাই পৌরসভার হাটবাজারের নামে খাজনাও আদায় করা হয়। এই জায়গা থেকে খাজনা আদায় করে কালাই পৌরসভার হাট ইজারাদার।
সড়ক ও জনপথ বিভাগের তদারকি না থাকায় দিন দিন প্রায় তিন একর জমি বেহাত হয়ে যাচ্ছে। রাস্তার উত্তর পাশে কালাই থানা মোড় থেকে পূর্বের হাসনাহেনা সিনেমা মোড় পর্যন্ত ফাঁকা জায়গায় কাঁচাবাজার, বসতবাড়ি, রাজনৈতিক দল, সমিতির কার্যালয়, চায়ের স্টল, মুদিখানা গড়ে উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কালাই বাজারের কাঁচাবাজার ব্যবসায়ী বলেন, গত শনিবার সওজ থেকে কালাই বাজারের শতাধিক দোকানিকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে সওজ সময় দিয়েছে সাত দিন।
এ বিষয়ে জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, কালাই বাসস্ট্যান্ড এলাকায় কালাই বাজারে সওজের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা বা অবকাঠামো সাত দিনের মধ্যে নিজ খরচে অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫