Ajker Patrika

ইছামতী নদীতে সেতু উদ্বোধন, পূরণ হলো দীর্ঘ দিনের দাবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৪: ০২
ইছামতী নদীতে সেতু উদ্বোধন, পূরণ হলো  দীর্ঘ দিনের দাবি

বগুড়ার ধুনটে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি পূরণে ইছামতী নদীর ওপর নবনির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। আড়কাটিয়া-মোহনপুর সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।

বগুড়া-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেতুটি উদ্বোধন করেন। এ সময় উপজেলার সাত আঞ্চলিক সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন। এ সময় বক্তব্য দেন বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, মহসীন আলম প্রমুখ।

উপজেলার চিকাশি ইউনিয়নের আড়কাটিয়া-মোহনপুর সড়কটিকে দুই ভাগ করে রেখেছে ইছামতী নদী। মোহনপুর ঘাট থেকে এত দিন নৌকায় করে অতিকষ্টে এই দুই অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াত করত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নদীর ওপর একটি সেতুর। অবশেষে এলজিইডির তত্ত্বাবধানে ৫ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৮১ মিটার পিএসসি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে। এর প্রস্থ সাড়ে ৫ মিটার। প্রায় সব ধরনের যানবাহন চলাচলের উপযোগী করে এটি নির্মাণ করা হয়েছে।

এদিকে উপজেলার সাতটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের দুরবস্থার কারণে প্রায় আড়াই লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কগুলো হলো পারনাটাবাড়ি-নাটাবাড়ি, কান্তনগর-কৈয়াগাড়ি, বেড়েরবাড়ি উত্তরপাড়া-গোদাগাড়িপাড়া, জোড়খালী-শামছুল ব্রিক ফিল্ড, চালাপাড়া-দক্ষিণ পাইকপাড়া, বিলপথিয়া-রুদ্রবাড়িয়া প্রাইমারি স্কুল ও সাগাটিয়া হাট-শ্যামগাঁতি।

এখন সড়কগুলো সংস্কারে কার্যাদেশ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। মঙ্গলবার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ হাবিবর। কাজ দ্রুত কাজ শেষ করতে পারলে এলাকার মানুষের বিড়ম্বনা কমবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত