Ajker Patrika

ভ্রমণে ভুল নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০: ৪৬
ভ্রমণে ভুল নয়

ঘুরতে সবারই ভালো লাগে। কিন্তু একটি দারুণ ভ্রমণ হয় তখনই, যখন তার শুরু থেকে শেষ পর্যন্ত থাকে নির্ভুল।

অন্য কাজের চিন্তা করা

ঘুরতে গিয়ে অফিস বা বাড়ির অন্য কাজের চিন্তা করবেন না। তাহলে ভ্রমণ উপভোগ করতে পারবেন না। সব কাজ শেষ করে তবেই ভ্রমণে যান।

সঙ্গী নির্বাচনে সতর্ক না হওয়া

শেখ সাদী বলেছেন, ‘ভ্রমণের সঙ্গী যদি মনের সঙ্গী না হয়, সে ভ্রমণ বিষবৎ।’ তাই সবার সঙ্গে ভ্রমণ করবেন না। ভ্রমণসঙ্গী হতে হবে বিশ্বস্ত, নির্ভরযোগ্য, সহিষ্ণু এবং একই মানসিকতার। নইলে পুরো ভ্রমণ পণ্ডশ্রমই হবে। উপভোগ্য হবে না।

লাগেজে বেশি জিনিস নেওয়া

যে ধরনের কাপড় বা জুতা সবখানে পরা যাবে, সেগুলোই ব্যাগে নিন। ভারী কিছু নেবেন না। কারণ দিন শেষে ওই ব্যাগের ভার আপনাকেই বহন করতে হবে। তাই যতটুকু না নিলেই নয়, ততটুকুই নিন। প্লেনে ওঠার সময় যে ক্যারি অন ব্যাগ নেবেন, সেটার আকার ছোট হওয়া উচিত। নয়তো দীর্ঘ যাত্রায় উটকো সমস্যায় পড়বেন।

পর্যটনকেন্দ্রের পাশে খাওয়াদাওয়া

পর্যটনকেন্দ্রের একদম আশপাশের ক্যাফে বা রেস্তোরাঁয় যাবেন না। সাধারণত সেগুলোয় খাবারদাবারের দাম বেশি থাকে। স্থানীয় লোকজনের কাছে কোন ক্যাফে বা রেস্তোরাঁ জনপ্রিয়, তা জেনে নিন।

ওষুধ ও খাবার না নেওয়া

ভাবনাটা থাকে এমন, গন্তব্যে পৌঁছে ওষুধ বা খাবার কিনে নেওয়া হবে। কিন্তু যেখানে যাচ্ছেন, সেখানে আপনার প্রয়োজনীয় ওষুধ না-ও পেতে পারেন। তাই সেগুলো সঙ্গে নিন। বমি বমি ভাব, অ্যাসিডিটি ও সর্দি-কাশি বা ঋতুভিত্তিক বিভিন্ন সাধারণ রোগের ওষুধ সঙ্গে রাখুন। এ ছাড়া সঙ্গে রাখুন শুকনো খাবার। কোনো কারণে গন্তব্যে পৌঁছাতে দেরি হলে সেগুলো আপনার কাজে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত