নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বিভিন্ন এলাকায় আমের বাজার জমে উঠতে শুরু করেছে। প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি ও গোপালভোগ আম নামানো শুরু করেছেন চাষিরা। তবে উন্নত জাতের আমগুলো বাজারে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এবার জেলায় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
সংশ্লিষ্টরা জানান, আম উৎপাদন লাভজনক হওয়ায় এই অঞ্চলে দিন দিন বাড়ছে বাগানের সংখ্যা। গত বছরের তুলনায় এবার জেলায় ৩ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। গত বছর জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছিল।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন। এবার প্রতি কেজি আমের গড় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সে হিসাবে এবার ১ হাজার ৮৪২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার আমের বাণিজ্যের আশা কৃষি বিভাগের।
সরেজমিনে জেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা যায়, সাপাহার, পত্নীতলা, মধইলসহ জেলার বিভিন্ন এলাকায় গুটি ও গোপালভোগ গাছ থেকে নামাচ্ছেন বাগানিরা। উন্নত জাতের আমের বাগানে চলছে শেষ সময়ের পরিচর্যা। কেউ ভিটামিন স্প্রে করছেন, কেউ পোকা দমনে কীটনাশক দিচ্ছেন। যদিও ঝড়-বৃষ্টিতে আমের বেশ ক্ষতি হয়েছে, তবু গাছে যেসব আম আছে, সেগুলো নিয়েই স্বপ্ন দেখছেন বাগানিরা।
সাপাহার সদরের আমচাষি কামরুজ্জামান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে। তবে বাজারে আমের ভালো দাম থাকলে লাভবান হব।’
আইহাই গ্রামের বাগানি নাজমুল হাসান জানান, তিন বিঘা জমিতে আমের বাগান আছে। গত বছর ফলন ভালো হলেও করোনার কারণে আমের দাম ভালো পাননি। এবার ফলন কম হলেও আমের ভালো দাম পাবেন বলে আশা তাঁর।
এদিকে, প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, গত ২৫ মে থেকে গুটি ও ৩০ মে থেকে গোপালভোগ নামানো শুরু করেছেন চাষিরা। এ ছাড়া ক্ষীরশাপাতি বা হিমসাগর ৫ জুন, নাগ ফজলি ৮ জুন, ল্যাংড়া ও হাঁড়িভাঙা ১২ জুন, ফজলি ২২ জুন ও আম্রপালি ২৫ জুন থেকে পাড়া যাবে। সর্বশেষ আগামী ১০ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা, বারি-৪ ও গৌরমতি জাতের আম।
কৃষি বিভাগ জানায়, জেলার ১১টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় সাপাহার ও পোরশায়। সাপাহারে ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ মেট্রিক টন। পোরশা উপজেলায় ১০ হাজার ৫২০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মেট্রিক টন।
এ ছাড়া সদর উপজেলায় ৪৪৫ হেক্টর, রানীনগরে ১১০ হেক্টর, আত্রাইয়ে ১২০ হেক্টর, বদলগাছীতে ৫২৫ হেক্টর, মহাদেবপুরে ৬৮০ হেক্টর, পত্নীতলায় ৪ হাজার ৮৬৫ হেক্টর, ধামইরহাটে ৬৭৫ হেক্টর, মান্দায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুরে ১ হাজার ১৩৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর আমের অবস্থা খুবই ভালো। তবে কিছুদিন আগে ঝড়ে কিছু আম পড়ে গেছে। তারপরও আমের ফলনের কমতি হবে না। গাছে আম কম থাকলে আকারে বড় ও পুষ্টিগুণসমৃদ্ধ হবে। ধারণা করা হচ্ছে, এ বছর প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন আম উৎপাদিত হবে, যা লক্ষ্যমাত্রার অনেক বেশি।’
নওগাঁর বিভিন্ন এলাকায় আমের বাজার জমে উঠতে শুরু করেছে। প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি ও গোপালভোগ আম নামানো শুরু করেছেন চাষিরা। তবে উন্নত জাতের আমগুলো বাজারে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এবার জেলায় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
সংশ্লিষ্টরা জানান, আম উৎপাদন লাভজনক হওয়ায় এই অঞ্চলে দিন দিন বাড়ছে বাগানের সংখ্যা। গত বছরের তুলনায় এবার জেলায় ৩ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। গত বছর জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছিল।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন। এবার প্রতি কেজি আমের গড় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সে হিসাবে এবার ১ হাজার ৮৪২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার আমের বাণিজ্যের আশা কৃষি বিভাগের।
সরেজমিনে জেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা যায়, সাপাহার, পত্নীতলা, মধইলসহ জেলার বিভিন্ন এলাকায় গুটি ও গোপালভোগ গাছ থেকে নামাচ্ছেন বাগানিরা। উন্নত জাতের আমের বাগানে চলছে শেষ সময়ের পরিচর্যা। কেউ ভিটামিন স্প্রে করছেন, কেউ পোকা দমনে কীটনাশক দিচ্ছেন। যদিও ঝড়-বৃষ্টিতে আমের বেশ ক্ষতি হয়েছে, তবু গাছে যেসব আম আছে, সেগুলো নিয়েই স্বপ্ন দেখছেন বাগানিরা।
সাপাহার সদরের আমচাষি কামরুজ্জামান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে। তবে বাজারে আমের ভালো দাম থাকলে লাভবান হব।’
আইহাই গ্রামের বাগানি নাজমুল হাসান জানান, তিন বিঘা জমিতে আমের বাগান আছে। গত বছর ফলন ভালো হলেও করোনার কারণে আমের দাম ভালো পাননি। এবার ফলন কম হলেও আমের ভালো দাম পাবেন বলে আশা তাঁর।
এদিকে, প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, গত ২৫ মে থেকে গুটি ও ৩০ মে থেকে গোপালভোগ নামানো শুরু করেছেন চাষিরা। এ ছাড়া ক্ষীরশাপাতি বা হিমসাগর ৫ জুন, নাগ ফজলি ৮ জুন, ল্যাংড়া ও হাঁড়িভাঙা ১২ জুন, ফজলি ২২ জুন ও আম্রপালি ২৫ জুন থেকে পাড়া যাবে। সর্বশেষ আগামী ১০ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা, বারি-৪ ও গৌরমতি জাতের আম।
কৃষি বিভাগ জানায়, জেলার ১১টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় সাপাহার ও পোরশায়। সাপাহারে ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ মেট্রিক টন। পোরশা উপজেলায় ১০ হাজার ৫২০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মেট্রিক টন।
এ ছাড়া সদর উপজেলায় ৪৪৫ হেক্টর, রানীনগরে ১১০ হেক্টর, আত্রাইয়ে ১২০ হেক্টর, বদলগাছীতে ৫২৫ হেক্টর, মহাদেবপুরে ৬৮০ হেক্টর, পত্নীতলায় ৪ হাজার ৮৬৫ হেক্টর, ধামইরহাটে ৬৭৫ হেক্টর, মান্দায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুরে ১ হাজার ১৩৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর আমের অবস্থা খুবই ভালো। তবে কিছুদিন আগে ঝড়ে কিছু আম পড়ে গেছে। তারপরও আমের ফলনের কমতি হবে না। গাছে আম কম থাকলে আকারে বড় ও পুষ্টিগুণসমৃদ্ধ হবে। ধারণা করা হচ্ছে, এ বছর প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন আম উৎপাদিত হবে, যা লক্ষ্যমাত্রার অনেক বেশি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪