Ajker Patrika

জমি বন্ধকের টাকায় সাঁকো নির্মাণ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪: ৩৯
Thumbnail image

জমি বন্ধকের টাকায় কিশোরগঞ্জের তাড়াইলে নরসুন্দা নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করেছেন কৃষক হাদিছ মিয়া। ৫০ শতাংশ জমি বন্ধক দিয়ে ৭৫ হাজার টাকায় ১৫ দিনে এ সাঁকো তৈরি করেছেন। এর নাম দেওয়া হয়েছে কাঞ্চন সেতু

হাদিছ মিয়া তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের পূর্ব পংপাচিহা গ্রামের জালদোয়া পাড়ার বাসিন্দা।

তিনি জানান, স্বাধীনতার ৫০ বছর পরও উপজেলার সদর ইউনিয়নের এই গ্রামটি (জালদোয়া পাড়া) অবহেলিত রয়েছে। গ্রামে ৫০টি বসত ঘরে ৫০০ মানুষের বসবাস। গ্রামে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নেই কোনো মসজিদ। মুসল্লিদের নামাজ আদায় করতে হয় নদীর ওপারে হাবিবুল্লাহ মসজিদে। গ্রামের শিক্ষার্থীরা নদী পেরিয়ে দিগদাইড় ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ ছাড়া দুই কিলোমিটার দুরে উপজেলা সদরে যেতে হয়। শীত-বর্ষায় একমাত্র ভরসা নৌকা। তাই নদীর ওপর একটি সেতুর খুব প্রয়োজন ছিল। জনগণের দুঃখ-দুর্দশার কথা ভেবেই নিজ অর্থায়নে জনস্বার্থে এই সাঁকো নির্মাণ করেন তিনি।

নামাকরণ প্রসঙ্গে হাদিছ মিয়া বলেন, ‘উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন আমার প্রিয় ব্যক্তিত্ব। তাঁকে উৎসর্গ করেই সেতুর নাম দেওয়া হয়েছে কাঞ্চন সেতু। ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্য নিয়ে এই সাঁকো বানানো হয়নি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত