কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের মাংসপট্টিতে ১২ জনের বসবার জায়গা চারজন দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীরা চান্দিনা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে ১২ জন মাংস ব্যবসায়ীর বসার জায়গা (চান্দিনা) রয়েছে। সেই চান্দিনায় মাংস ব্যবসায়ী শখের আলী, আরশাদ আলী, আশরাফুল ও ফারুক দখল নিয়ে ব্যবসা করছেন। ফলে অন্য মাংস ব্যবসায়ীরা সেখানে বসতে পারছেন না।
এ বিষয়ে দখলে থাকা ফারুক ও মারুফ মাংস ভান্ডারের স্বত্বাধিকারী আরশাদ আলী বলেন, ‘আমিসহ বাকি তিনজন মিলে আগের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মণিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে এই জায়গা দখলে নিয়েছি। এখন তাহলে অন্যদের এখানে বসতে দেব কেন?’
এ বিষয়ে গয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ আক্তার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘নিয়ম অনুযায়ী বাজার থাকবে উন্মুক্ত। ১২ জনের বসার জায়গা ৪ জন দখল করে ব্যবসা করবে আর অন্যরা ব্যবসা করতে পারবে না– এটা অনুচিত।’
ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, ‘বাজারের ব্যবসায়ীরা একাধিকবার মাংসপট্টি উন্মুক্ত করার জন্য অভিযোগ করছেন। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে দ্রুতই মাংসপট্টি উন্মুক্ত করা হবে। যাতে ১২ জন মাংস ব্যবসায়ী ওই চান্দিনায় বসতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘গয়ড়া বাজারের চান্দিনা কয়েকজন মাংস ব্যবসায়ীর দখলের বিষয়টি শুনেছি। বাজার পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের মাংসপট্টিতে ১২ জনের বসবার জায়গা চারজন দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীরা চান্দিনা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে ১২ জন মাংস ব্যবসায়ীর বসার জায়গা (চান্দিনা) রয়েছে। সেই চান্দিনায় মাংস ব্যবসায়ী শখের আলী, আরশাদ আলী, আশরাফুল ও ফারুক দখল নিয়ে ব্যবসা করছেন। ফলে অন্য মাংস ব্যবসায়ীরা সেখানে বসতে পারছেন না।
এ বিষয়ে দখলে থাকা ফারুক ও মারুফ মাংস ভান্ডারের স্বত্বাধিকারী আরশাদ আলী বলেন, ‘আমিসহ বাকি তিনজন মিলে আগের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মণিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে এই জায়গা দখলে নিয়েছি। এখন তাহলে অন্যদের এখানে বসতে দেব কেন?’
এ বিষয়ে গয়ড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ আক্তার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘নিয়ম অনুযায়ী বাজার থাকবে উন্মুক্ত। ১২ জনের বসার জায়গা ৪ জন দখল করে ব্যবসা করবে আর অন্যরা ব্যবসা করতে পারবে না– এটা অনুচিত।’
ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, ‘বাজারের ব্যবসায়ীরা একাধিকবার মাংসপট্টি উন্মুক্ত করার জন্য অভিযোগ করছেন। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে দ্রুতই মাংসপট্টি উন্মুক্ত করা হবে। যাতে ১২ জন মাংস ব্যবসায়ী ওই চান্দিনায় বসতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘গয়ড়া বাজারের চান্দিনা কয়েকজন মাংস ব্যবসায়ীর দখলের বিষয়টি শুনেছি। বাজার পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫