Ajker Patrika

নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৬
নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার নগরীর চাষাঢ়া আর্মি মার্কেট ও দ্বিগুবাবুর বাজারে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চাষাঢ়া আর্মি মার্কেট এলাকায় মিলেনিয়াম পিজ্জাকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি এবং দধির গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না থাকায় ২০ হাজার এবং দ্বিগুবাবু বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় কামাল এন্টারপ্রাইজ ও মেসার্স রাবেয়া স্টোরকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান জানান, চাষাঢ়া আর্মি মার্কেট এলাকায় মিলেনিয়াম পিজ্জাকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি এবং দধির গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা ও ৫১ ধারায় ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দ্বিগুবাবু বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় কামাল এন্টারপ্রাইজ ও মেসার্স রাবেয়া স্টোরকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত