Ajker Patrika

বৃক্ষের মেলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২২, ১১: ৩০
বৃক্ষের মেলায়

ডুগডুগি, প্যারাস্যুট, তুড়ি চণ্ডাল, মদন, কালোমেঘ, সূর্যকন্যা কিংবা দণ্ডকলস শব্দগুলো শুনলে একটু খটকা লাগে প্রথমে। প্রশ্ন জাগে, এগুলো কী? যাঁরা কিছুটা খোঁজখবর রাখেন পৃথিবীর বৃক্ষরাজির, তাঁরা হয়তো বলতে পারবেন, এগুলো বিভিন্ন ধরনের গাছ বা উদ্ভিদ। কিন্তু বেশির ভাগ মানুষ জানেন না যে এগুলো আমাদের চারপাশে জন্মানো বিভিন্ন ধরনের উপকারী গাছ তথা ঔষধি উদ্ভিদ। আবার হয়তো কখনো শুনেছেন যে একধরনের আম আছে, তার নাম উড়ি আম। শুনেছেন পর্যন্তই। কোনো দিন দেখেননি। কিংবা কর্পূর যে একধরনের গাছ থেকেই তৈরি হয়, সেটাই হয়তো আমরা অনেকেই জানি না। এই না জানাগুলোকে জানতে বা না দেখা গাছগুলোকে দেখতে ঘুরে আসতে পারেন জাতীয় বৃক্ষমেলা থেকে।

শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে যে বিশাল মাঠ, যেখানে আগে বাণিজ্যমেলা বসত, সেখানেই বসেছে জাতীয় বৃক্ষমেলা। চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত। এ মেলায় যেমন ঘুরেফিরে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছপালা দেখা যাবে, তেমনি দেখা যাবে বিভিন্ন ধরনের ক্যাকটাস ও ফুলের গাছ। দেখতে পাবেন বিভিন্ন ধরনের বনসাই। শুধু দেখাই নয়, ইচ্ছে হলে কিনতেও পারবেন আপনার পছন্দের গাছপালা বা ক্যাকটাস। গাছপালার সঙ্গে এখানে পাওয়া যাবে পরিবেশবান্ধব কীটনাশক, সার, বিভিন্ন ধরনের টবসহ বাগান করার প্রায় সব উপকরণ। এ ছাড়া বিনা মূল্যে পাওয়া যাবে অভিজ্ঞ নার্সারিয়ানদের মূল্যবান পরামর্শ। এ মেলায় ১০০ থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যে কেনা যাবে বিভিন্ন ধরনের গাছপালা, ক্যাকটাস ও বনসাই।

গাছপালা না কিনলেও দেখায় অনেক মজা আছে। ছুটির দিনে বা সুবিধামতো সময়ে শিশুদের নিয়ে ঘুরে আসতে পারেন জাতীয় বৃক্ষমেলা থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত