Ajker Patrika

উসকানিমূলক পোস্টে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭: ২৯
উসকানিমূলক পোস্টে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাঁকে। তিনি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২৫ অক্টোবর বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর সৈয়দ আকতারনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় ইউপি নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সভার আয়োজন করা হয়।

সভায় নাসিরনগরের স্থানীয় সাংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন তিলাওয়াতের পর গীতা পাঠ করা হয়। ঈদগাহ মাঠে কেন গীতা পাঠ করা হলো—এ নিয়ে ফেসবুকে উসকানিমূলক একটি পোস্ট দেন আবুল কাশেম।

এই ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর শাহ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর আবুল কাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী হয়েছেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক জিহাদ দেওয়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত