শাহিন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিকল্প সড়ক তৈরি না করেই একটি নতুন সেতুর নির্মাণ করা হচ্ছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারে যাতায়াতকারী কয়েক গ্রামের সাধারণ মানুষ ও স্কুলশিক্ষার্থীরা। বিশেষ করে অসুস্থ ও গুরুতর রোগীদের চিকিৎসাসহ হাসপাতালে আনা-নেওয়ায় বিপাকে পড়েন স্বজনেরা। এ কারণে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ।
সরেজমিনে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি ও শান্তিপুর সড়কে নির্মাণ হচ্ছে সেতুটি। চরশিবপুর, ইছাপুর, শান্তিপুর, মরিচাকান্দি, কালাইনগর, জিরতামপুর, বাখরনগর, দুলারামপুর, অনাতরামপুরসহ পাশাপাশি আরও কয়েকটি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ তাঁদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে সড়কটি ব্যবহার করে থাকেন। নির্মাণকাজের কারণে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে না পেরে বিপাকে পড়ছে ছাত্র-ছাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বিকল্প সড়ক তৈরি না করে নতুন সেতু নির্মাণকাজ শুরু করায় কয়েক শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল প্রায় বন্ধ রয়েছে। বিকল্প রুটে যাতায়াত করলে যাত্রী খুবই কম।
সোনারামপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিন মিয়া বলেন, ‘এখানে বড় একটা গর্ত আছে, তাই একটু সমস্যা হচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে একটা রাস্তা করে দেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, তিন বছর আগে এই সেতুটি ভেঙে গেলেও ওপরে বাঁশ-কাঠ দিয়ে কোনো রকমে ছোট যানবাহন আসা-যাওয়া করতে পারত। কিন্তু এখন সেতুর কাজ শুরু করায় এবং বিকল্প সড়ক না করেই ভাঙা সেতুটিও সরানোর কাজ চালু করায় বিপাকে পড়েছেন যাতায়াতকারীরা। গাড়ি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় থমকে গেছে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন রোজগার। কৃষকেরা সঠিক সময়ে বাজারে পণ্য বিক্রি করতে নিতে পারছে না।
বাঞ্ছারামপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী বলে, ‘সেতুর পাশে বিকল্প রাস্তা না থাকার কারণে আমাদের কলেজে যেতে অসুবিধা হয়। আমার মতো অনেক ছাত্রছাত্রীকে এ ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিকল্প সড়ক তৈরি না করেই একটি নতুন সেতুর নির্মাণ করা হচ্ছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারে যাতায়াতকারী কয়েক গ্রামের সাধারণ মানুষ ও স্কুলশিক্ষার্থীরা। বিশেষ করে অসুস্থ ও গুরুতর রোগীদের চিকিৎসাসহ হাসপাতালে আনা-নেওয়ায় বিপাকে পড়েন স্বজনেরা। এ কারণে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ।
সরেজমিনে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি ও শান্তিপুর সড়কে নির্মাণ হচ্ছে সেতুটি। চরশিবপুর, ইছাপুর, শান্তিপুর, মরিচাকান্দি, কালাইনগর, জিরতামপুর, বাখরনগর, দুলারামপুর, অনাতরামপুরসহ পাশাপাশি আরও কয়েকটি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ তাঁদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে সড়কটি ব্যবহার করে থাকেন। নির্মাণকাজের কারণে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে না পেরে বিপাকে পড়ছে ছাত্র-ছাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বিকল্প সড়ক তৈরি না করে নতুন সেতু নির্মাণকাজ শুরু করায় কয়েক শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল প্রায় বন্ধ রয়েছে। বিকল্প রুটে যাতায়াত করলে যাত্রী খুবই কম।
সোনারামপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিন মিয়া বলেন, ‘এখানে বড় একটা গর্ত আছে, তাই একটু সমস্যা হচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে একটা রাস্তা করে দেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, তিন বছর আগে এই সেতুটি ভেঙে গেলেও ওপরে বাঁশ-কাঠ দিয়ে কোনো রকমে ছোট যানবাহন আসা-যাওয়া করতে পারত। কিন্তু এখন সেতুর কাজ শুরু করায় এবং বিকল্প সড়ক না করেই ভাঙা সেতুটিও সরানোর কাজ চালু করায় বিপাকে পড়েছেন যাতায়াতকারীরা। গাড়ি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় থমকে গেছে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন রোজগার। কৃষকেরা সঠিক সময়ে বাজারে পণ্য বিক্রি করতে নিতে পারছে না।
বাঞ্ছারামপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী বলে, ‘সেতুর পাশে বিকল্প রাস্তা না থাকার কারণে আমাদের কলেজে যেতে অসুবিধা হয়। আমার মতো অনেক ছাত্রছাত্রীকে এ ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪