Ajker Patrika

বিকল্প সড়ক না রেখেই সেতু নির্মাণ, ভোগান্তি

শাহিন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিকল্প সড়ক তৈরি না করেই একটি নতুন সেতুর নির্মাণ করা হচ্ছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারে যাতায়াতকারী কয়েক গ্রামের সাধারণ মানুষ ও স্কুলশিক্ষার্থীরা। বিশেষ করে অসুস্থ ও গুরুতর রোগীদের চিকিৎসাসহ হাসপাতালে আনা-নেওয়ায় বিপাকে পড়েন স্বজনেরা। এ কারণে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি ও শান্তিপুর সড়কে নির্মাণ হচ্ছে সেতুটি। চরশিবপুর, ইছাপুর, শান্তিপুর, মরিচাকান্দি, কালাইনগর, জিরতামপুর, বাখরনগর, দুলারামপুর, অনাতরামপুরসহ পাশাপাশি আরও কয়েকটি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ তাঁদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে সড়কটি ব্যবহার করে থাকেন।  নির্মাণকাজের কারণে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে না পেরে বিপাকে পড়ছে ছাত্র-ছাত্রীরা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বিকল্প সড়ক তৈরি না করে নতুন সেতু নির্মাণকাজ শুরু করায় কয়েক শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল প্রায় বন্ধ রয়েছে। বিকল্প রুটে যাতায়াত করলে যাত্রী খুবই কম।  

সোনারামপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিন মিয়া বলেন, ‘এখানে বড় একটা গর্ত আছে, তাই একটু সমস্যা হচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে একটা রাস্তা করে দেওয়া হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, তিন বছর আগে এই সেতুটি ভেঙে গেলেও ওপরে বাঁশ-কাঠ দিয়ে কোনো রকমে ছোট যানবাহন আসা-যাওয়া করতে পারত। কিন্তু এখন সেতুর কাজ শুরু করায় এবং বিকল্প সড়ক না করেই ভাঙা সেতুটিও সরানোর কাজ চালু করায় বিপাকে পড়েছেন যাতায়াতকারীরা। গাড়ি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় থমকে গেছে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন রোজগার। কৃষকেরা সঠিক সময়ে বাজারে পণ্য বিক্রি করতে নিতে পারছে না।

বাঞ্ছারামপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী বলে, ‘সেতুর পাশে বিকল্প রাস্তা না থাকার কারণে আমাদের কলেজে যেতে অসুবিধা হয়। আমার মতো অনেক ছাত্রছাত্রীকে এ ভোগান্তির শিকার হতে হচ্ছে।’

উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত