Ajker Patrika

৪০০ কোটি টাকার বুকিং

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ০২
৪০০ কোটি টাকার বুকিং

পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলায় প্রায় ৪০০ কোটি টাকার বুকিং দিয়েছেন ক্রেতারা। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এ মেলায় গৃহঋণ সংক্রান্ত ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।

তিনি বলেন, ‘রিহ্যাব মেলার শেষ দিন সোমবার বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার। প্লট ১২৫ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বুকিং এবং বিক্রি হয়েছে। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৯ হাজার ২৩৭ জন।’

মেলায় পূর্বাচল আমেরিকান সিটির ৫৭ কোটি টাকার প্লট বিক্রি হয়েছে। এছাড়া ২৫ শতাংশ ছাড়ের অফারটি আরো দুই দিন বৃদ্ধি করা হয়েছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত পূর্বাচল আমেরিকান সিটির প্লট কিনলে এই ছাড় মিলবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এসেটসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এম আই মইন।

মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বলছেন, মেলায় আসার আসল উদ্দেশ্য ছিল ব্র্যান্ডিং করা এবং ক্রেতাদের সঙ্গে সেতুবন্ধন করা। সেখান থেকে এই মেলা প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য বয়ে এনেছে বলে আজকের পত্রিকাকে জানান ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান। রিহ্যাবের সহসভাপতি কামাল আহমেদ বলেন, ‘আমরা মেলার মাধ্যমে কোভিড কাটিয়ে সবাইকে এক করতে পেরেছি। মেলা মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমরা। ক্রেতা-বিক্রেতা, মিডিয়া এবং সকলের স্বতঃস্ফূর্ততায় আশা ফিরে পাওয়ার সংকেত পেয়েছি।’

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সন্তুষ্ট মেলা নিয়ে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবসা উন্নয়ন কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, ‘কোন কোন প্রতিষ্ঠান গৃহঋণ দেয়, তা অনেকেই ঠিকভাবে জানেন না। মেলায় এসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সামনে সব সেবা তুলে ধরতে পেরেছে। আমরাও তার ব্যতিক্রম নই। এদিক থেকে রিহ্যাব মেলা আমাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত