Ajker Patrika

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই হাটহাজারীতে

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৪: ১৩
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই হাটহাজারীতে

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে। এ অবস্থায় চট্টগ্রামের হাটহাজারীতে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। পদটি শূন্য রয়েছে প্রায় দেড় মাস। এতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজমকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলি করা হয়। দেড় মাস অতিবাহিত হলেও তাঁর স্থলে কাউকে আনা হয়নি।

এখন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার হেনরি হাটহাজারীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে তাঁর অনুপস্থিতিতে কাজে-কর্মে স্থবিরতা দেখা দেয়। এদিকে জেলা শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনাগুলো পালন করছেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মুসলিম উদ্দিন।

উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় এমপিও, নন-এমপিও মিলে ৪৯টি; নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৪টি; দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা ২১টি; স্কুল অ্যান্ড কলেজ ৭টি এবং কলেজ ৬টিসহ মোট ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। উপজেলার ১২টি কেন্দ্রে ৮ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

মাধ্যমিকের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, আর মাত্র কয়েক দিন পর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় নানা অসুবিধা পোহাতে হচ্ছে। একাডেমিক সুপারভাইজার অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যথাযথভাবে দিতে পারছেন না। ফলে জেলা শিক্ষা অফিসে দৌড়াদৌড়ি করতে গিয়ে সময় ও অর্থ নষ্ট হচ্ছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার সভাপতি মো. ফিরোজ চৌধুরী বলেন, অফিসে কর্তা না থাকলে যা হওয়ার তা-ই হচ্ছে। বিশৃঙ্খল অবস্থা। চেইন অব কমান্ড নেই। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষার্থীদের ইউনিক আইডি ও করোনার টিকা কার্ড তৈরিতে সমস্যায় পড়তে হচ্ছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, ‘একটি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকলে নানা সমস্যা লেগেই থাকে। তবে এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য একাডেমিক সুপারভাইজারের নেতৃত্বে আমার উপজেলার অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার হেনরি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাটহাজারীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকাতে কাজগুলো আমাকে দেখতে হচ্ছে। এ ছাড়া একাডেমিক সুপারভাইজারকে দিয়ে যতটুকু সম্ভব কাজ করানো হচ্ছে।

আগামী ডিসেম্বরের মধ্যে একজনকে নিয়োগ দেওয়া হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত