মিঠাপুকুর প্রতিনিধি
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুরের মেয়েদের আগ্রহ বাড়ছে উচ্চশিক্ষায়। বর্তমানে উপজেলার কোনো কলেজে শিক্ষার্থীর সংকট নেই। কিন্তু এখানে নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠান নেই। অথচ এই উপজেলার পায়রাবন্দ থেকেই শিক্ষার আলো গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন রোকেয়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্যমতে, মিঠাপুকুরে ৮টি ডিগ্রি কলেজ, ৩টি উচ্চমাধ্যমিক কলেজ, ৬টি স্কুল ও কলেজ, ৭০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ৫২টি মাদ্রাসা রয়েছে। এগুলোর মধ্যে ১টি মহিলা কলেজ ও ২০টি বালিকা বিদ্যালয় রয়েছে। কিন্তু এসব নারী শিক্ষাপ্রতিষ্ঠানের একটিও সরকারীকরণ হয়নি।
বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, একসময় রক্ষণশীল মুসলিম পরিবারের নারীরা শিক্ষা গ্রহণ করতে পারতেন না। কিন্তু রোকেয়া গোপনে ভাইয়ের কাছে শিক্ষা নেনে। দেরিতে হলেও রোকেয়ার জন্মভূমি এই মিঠাপুকুরে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন মেয়েরা।
একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে। ১০ থেকে ১২ বছর আগেও কলেজে শিক্ষার্থী ভর্তি করার জন্য বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক ও মেয়েদের উদ্বুদ্ধ করতে হতো। কিন্তু বর্তমানে কলেজে শিক্ষার্থী সংকট নেই। কারণ, স্বল্প আয়ের পরিবারের মেয়েরাও উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন। তবে একটি সরকারি মহিলা কলেজ থাকলে নারী শিক্ষার হার আরও বাড়ত।
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, তাঁদের কেউ কেউ নিজেদের খরচে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।
উপজেলার রসুলপুর গ্রামের মমতাজ বেগম একটি কলেজে লেখাপড়া করেন। তাঁর বাবা নেই, মা সংসার চালান। এ কারণে মমতাজকে টিউশনি করে লেখাপড়ার খরচ জোগাতে হয়। রঞ্জিতা খালকো কৃষিকাজের বিনিময়ে পাওয়া মজুরির টাকায় লেখাপড়া করছেন। তিনি এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করেছেন। মুক্তা রানী স্নাতক পর্যায়ে পড়ছেন। বাবা রিকশাভ্যানের চালক। লেখাপড়ার খরচ দেবেন না বলে মেয়ের বিয়ে দিয়েছেন। কিন্তু বিয়ের পরও মুক্তা পড়ালেখা চালিয়ে যাচ্ছেন।
এসব মেয়ের মতো অনেকেই কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন বলে জানান হেনা মেমোরিয়াল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সরকার উপবৃত্তি চালু করায় মেয়েরা শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুরের মেয়েদের আগ্রহ বাড়ছে উচ্চশিক্ষায়। বর্তমানে উপজেলার কোনো কলেজে শিক্ষার্থীর সংকট নেই। কিন্তু এখানে নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠান নেই। অথচ এই উপজেলার পায়রাবন্দ থেকেই শিক্ষার আলো গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন রোকেয়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্যমতে, মিঠাপুকুরে ৮টি ডিগ্রি কলেজ, ৩টি উচ্চমাধ্যমিক কলেজ, ৬টি স্কুল ও কলেজ, ৭০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ৫২টি মাদ্রাসা রয়েছে। এগুলোর মধ্যে ১টি মহিলা কলেজ ও ২০টি বালিকা বিদ্যালয় রয়েছে। কিন্তু এসব নারী শিক্ষাপ্রতিষ্ঠানের একটিও সরকারীকরণ হয়নি।
বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, একসময় রক্ষণশীল মুসলিম পরিবারের নারীরা শিক্ষা গ্রহণ করতে পারতেন না। কিন্তু রোকেয়া গোপনে ভাইয়ের কাছে শিক্ষা নেনে। দেরিতে হলেও রোকেয়ার জন্মভূমি এই মিঠাপুকুরে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন মেয়েরা।
একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে। ১০ থেকে ১২ বছর আগেও কলেজে শিক্ষার্থী ভর্তি করার জন্য বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক ও মেয়েদের উদ্বুদ্ধ করতে হতো। কিন্তু বর্তমানে কলেজে শিক্ষার্থী সংকট নেই। কারণ, স্বল্প আয়ের পরিবারের মেয়েরাও উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন। তবে একটি সরকারি মহিলা কলেজ থাকলে নারী শিক্ষার হার আরও বাড়ত।
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, তাঁদের কেউ কেউ নিজেদের খরচে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।
উপজেলার রসুলপুর গ্রামের মমতাজ বেগম একটি কলেজে লেখাপড়া করেন। তাঁর বাবা নেই, মা সংসার চালান। এ কারণে মমতাজকে টিউশনি করে লেখাপড়ার খরচ জোগাতে হয়। রঞ্জিতা খালকো কৃষিকাজের বিনিময়ে পাওয়া মজুরির টাকায় লেখাপড়া করছেন। তিনি এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করেছেন। মুক্তা রানী স্নাতক পর্যায়ে পড়ছেন। বাবা রিকশাভ্যানের চালক। লেখাপড়ার খরচ দেবেন না বলে মেয়ের বিয়ে দিয়েছেন। কিন্তু বিয়ের পরও মুক্তা পড়ালেখা চালিয়ে যাচ্ছেন।
এসব মেয়ের মতো অনেকেই কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন বলে জানান হেনা মেমোরিয়াল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সরকার উপবৃত্তি চালু করায় মেয়েরা শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫