নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫ আগস্ট সকাল থেকেই ঢাকাসহ সারা দেশে ছিল সরকার পতনের গুঞ্জন। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে পরিষ্কার কোনো বার্তা পাচ্ছিলেন না মাঠ সামলাতে থাকা পুলিশ সদস্যরা। ফলে রাস্তায় রাস্তায় তাঁদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছিল।
অনেক জায়গায় কোণঠাসা করে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয় আন্দোলনকারী ও দুর্বৃত্তরা। হামলা হয় পুলিশের ওপর। আন্দোলনকেন্দ্রিক সহিংসতায় প্রাণ হারানো ৪১ পুলিশ সদস্যের মধ্যে অর্ধেকের বেশি নিহত হন ওই দিন।
পুলিশ সদর দপ্তর বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারা দেশে মোট ৪১ জন পুলিশ সদস্য নিহত হন। তাঁদের মধ্যে ৫ আগস্ট ঢাকা এবং ঢাকার বাইরে মারা যান ২৩ জন। এর আগের দিন ৪ আগস্ট মারা যান ১৪ জন। সব মিলিয়ে নিহত ৪১ পুলিশ সদস্যের মধ্যে ৩ জন পরিদর্শক, ১১ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১ জন নায়েক ও ১৯ কনস্টেবল রয়েছেন। এ ছাড়া আন্দোলনকেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্য।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, সবচেয়ে বেশি নিহত হন সিরাজগঞ্জ জেলা পুলিশের সদস্যরা। জেলায় মোট ১৫ জন পুলিশের মৃত্যু হয়। এর মধ্যে এনায়েতপুর থানাতেই এলাকাবাসীর পিটুনিতে মারা যান ১৪ জন। এর বাইরে ঢাকা মহানগর পুলিশের ১১, কুমিল্লায় ৩, নোয়াখালীতে ২, ঢাকার জেলা এসবি ও ডিএসবি, গাজীপুর, চাঁদপুর, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, খুলনা এবং ট্যুরিস্ট পুলিশের একজন করে মারা যান।
নিহত হওয়া ছাড়া আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন। গুরুতর আহত ২৭ জন এখনো চিকিৎসা নিচ্ছেন। তাঁদের একজন আইসিইউতে রয়েছেন।
পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের জন্য তো কিছু করতে পারছি না। তবে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার পাশাপাশি ট্রমার শিকার পরিবারগুলোর আশ্রয় ও দেখভালের ব্যবস্থা করা হচ্ছে।’
এদিকে পুলিশ সদরের সংশ্লিষ্ট সূত্র বলছে, নিহত পুলিশ সদস্যদের কারও কারও লাশ ঘটনাস্থলে দুই দিন পর্যন্ত পড়ে ছিল। পরে উদ্ধার করা সেই লাশের সুরতহাল ও ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তা ছাড়া এখন পর্যন্ত পুলিশ মৃত্যুর ঘটনায় কোনো মামলাও হয়নি।
নাম প্রকাশের অনিচ্ছুক ডিএমপির পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘শুধু সরকার টিকিয়ে রাখতে পুলিশের ঊর্ধ্বতনরা আমাদের মাঠে মৃত্যুর মুখে ফেলে দেন। সব জেনেও বাহিনীকে বিপদে ফেলা কোনো কর্মকর্তার কাজ হতে পারে না।’
জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এক মাসের মাথায় সহিংস রূপ নেয়। তারপর তা পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে গেলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এই আন্দোলনের মধ্যে সহিংসতায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়, যাঁদের অনেকে শিক্ষার্থী। আবার সরকার পতনের আগে সংঘর্ষে এবং সরকার পতনের পর থানায় থানায় হামলায় বহু পুলিশ সদস্যও হতাহত হন।
এরপর পুলিশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। সহকর্মীদের হত্যার বিচার, নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন নন-ক্যাডার পুলিশ সদস্যরা। পুলিশহীন রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নামানো হয় আনসার। রাতে ঢাকা পরিণত হয় ডাকাত-আতঙ্কে এক ভয়ের নগরীতে।
৫ আগস্ট সকাল থেকেই ঢাকাসহ সারা দেশে ছিল সরকার পতনের গুঞ্জন। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে পরিষ্কার কোনো বার্তা পাচ্ছিলেন না মাঠ সামলাতে থাকা পুলিশ সদস্যরা। ফলে রাস্তায় রাস্তায় তাঁদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছিল।
অনেক জায়গায় কোণঠাসা করে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয় আন্দোলনকারী ও দুর্বৃত্তরা। হামলা হয় পুলিশের ওপর। আন্দোলনকেন্দ্রিক সহিংসতায় প্রাণ হারানো ৪১ পুলিশ সদস্যের মধ্যে অর্ধেকের বেশি নিহত হন ওই দিন।
পুলিশ সদর দপ্তর বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারা দেশে মোট ৪১ জন পুলিশ সদস্য নিহত হন। তাঁদের মধ্যে ৫ আগস্ট ঢাকা এবং ঢাকার বাইরে মারা যান ২৩ জন। এর আগের দিন ৪ আগস্ট মারা যান ১৪ জন। সব মিলিয়ে নিহত ৪১ পুলিশ সদস্যের মধ্যে ৩ জন পরিদর্শক, ১১ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১ জন নায়েক ও ১৯ কনস্টেবল রয়েছেন। এ ছাড়া আন্দোলনকেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্য।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, সবচেয়ে বেশি নিহত হন সিরাজগঞ্জ জেলা পুলিশের সদস্যরা। জেলায় মোট ১৫ জন পুলিশের মৃত্যু হয়। এর মধ্যে এনায়েতপুর থানাতেই এলাকাবাসীর পিটুনিতে মারা যান ১৪ জন। এর বাইরে ঢাকা মহানগর পুলিশের ১১, কুমিল্লায় ৩, নোয়াখালীতে ২, ঢাকার জেলা এসবি ও ডিএসবি, গাজীপুর, চাঁদপুর, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, খুলনা এবং ট্যুরিস্ট পুলিশের একজন করে মারা যান।
নিহত হওয়া ছাড়া আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন। গুরুতর আহত ২৭ জন এখনো চিকিৎসা নিচ্ছেন। তাঁদের একজন আইসিইউতে রয়েছেন।
পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের জন্য তো কিছু করতে পারছি না। তবে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার পাশাপাশি ট্রমার শিকার পরিবারগুলোর আশ্রয় ও দেখভালের ব্যবস্থা করা হচ্ছে।’
এদিকে পুলিশ সদরের সংশ্লিষ্ট সূত্র বলছে, নিহত পুলিশ সদস্যদের কারও কারও লাশ ঘটনাস্থলে দুই দিন পর্যন্ত পড়ে ছিল। পরে উদ্ধার করা সেই লাশের সুরতহাল ও ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তা ছাড়া এখন পর্যন্ত পুলিশ মৃত্যুর ঘটনায় কোনো মামলাও হয়নি।
নাম প্রকাশের অনিচ্ছুক ডিএমপির পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘শুধু সরকার টিকিয়ে রাখতে পুলিশের ঊর্ধ্বতনরা আমাদের মাঠে মৃত্যুর মুখে ফেলে দেন। সব জেনেও বাহিনীকে বিপদে ফেলা কোনো কর্মকর্তার কাজ হতে পারে না।’
জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এক মাসের মাথায় সহিংস রূপ নেয়। তারপর তা পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে গেলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এই আন্দোলনের মধ্যে সহিংসতায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়, যাঁদের অনেকে শিক্ষার্থী। আবার সরকার পতনের আগে সংঘর্ষে এবং সরকার পতনের পর থানায় থানায় হামলায় বহু পুলিশ সদস্যও হতাহত হন।
এরপর পুলিশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। সহকর্মীদের হত্যার বিচার, নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন নন-ক্যাডার পুলিশ সদস্যরা। পুলিশহীন রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নামানো হয় আনসার। রাতে ঢাকা পরিণত হয় ডাকাত-আতঙ্কে এক ভয়ের নগরীতে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪