Ajker Patrika

পথ খুঁজে পেয়েছেন কিয়ারা

আপডেট : ০১ জুন ২০২২, ১৮: ৫১
পথ খুঁজে পেয়েছেন কিয়ারা

গত বছর ‘শেরশাহ’ দিয়েও আলোচনার তুঙ্গে ছিলেন কিয়ারা। এর আগে ‘গিলটি’, ‘গুড নিউজ’, ‘কবির সিং’, ‘লাস্ট স্টোরিজ’, ‘এম এস ধোনি’—কিয়ারা অভিনীত ব্যবসাসফল সিনেমার সংখ্যা কম নয়। তবে এত দিনে এসে নিজের গতিপথ খুঁজে পেয়েছেন কিয়ারা। চিনেছেন নিজেকে।

সিনেমা হলে রমরমিয়ে চলছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভুলভুলাইয়া ২’। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কিয়ারা  বলেন, ‘এখন আমি নিজেকে অনেকটাই বুঝি। ২১ বছর বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি কে, কী চাই, কী বলতে চাই—বুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাই, সেটা জানতাম না। এত দিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি আমি।’

ইদানীং গল্প বাছাইয়ে সতর্ক হয়েছেন কিয়ারা। অনেক বুঝেশুনে হিসাব কষে নির্বাচন করছেন চরিত্র। কিয়ারা বলেন, ‘আমি এখন এমন সিনেমা করতে চাই, যেটা মানুষকে ভালো বার্তা দেবে, বৃহৎসংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। যেগুলো দেখতে দর্শক পরিবার নিয়ে হলে যেতে পারবেন। এটাই এখন একমাত্র লক্ষ্য আমার।’

সাফল্যের মসৃণ পথে হাঁটলেও কিয়ারা ভুলে যাননি তাঁর অতীত, সংগ্রামের অধ্যায়। কিয়ারার প্রথম সিনেমা ‘ফাগলি’ বক্স অফিসে মুখথুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন তিনিও। তখন একটাই ভাবনা ছিল—আরেকটি সুযোগ পাবেন কি না! সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন অক্ষয় কুমার। কিয়ারা জানিয়েছেন, তাঁর ওই দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড খিলাড়ি। তাঁর কাছ থেকেই কিয়ারা পেয়েছেন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।

‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর এ মাসেই আরেকটি সিনেমা মুক্তি পাবে কিয়ারার। ‘যুগ যুগ জিও’ নামের সিনেমাটি বানিয়েছেন রাজ মেহতা। এতে কিয়ারার নায়ক হিসেবে আছেন বরুণ ধাওয়ান। ভবিষ্যতে রামচরণের সঙ্গে ‘আরসি ১৫’ ও ভিকি কৌশলের সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় দেখা যাবে কিয়ারা আদভানিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত