Ajker Patrika

চাটখিলে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ৩৯
চাটখিলে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল শনিবার বিকেলে উপজেলার দশানী টগবা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দশানী টগবা এলাকার আলমগীর হোসেনের ছেলে ফুয়াদ হোসেন সৈকত (২৭) ও ভাওয় আলিপুর গ্রামের এছাক মিয়ার ছেলে মামুন হোসেন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চাটখিল থানার পুলিশ দশানী টগবা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ও ১৪ মামলার আসামি ফুয়াদ হোসেন সৈকতের ঘর থেকে তাঁকে ও তাঁর সহযোগী ৯ মামলার আসামি মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদক, চুরি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...