Ajker Patrika

‘ইমারত নির্মাণ আইন যথেষ্ট শক্তিশালী নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫: ৩৩
‘ইমারত নির্মাণ আইন যথেষ্ট শক্তিশালী নয়’

দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করতে ইমারত নির্মাণের জন্য যে আইন বা বিধিমালা রয়েছে, তা যথেষ্ট শক্তিশালী নয় বলে মত দিয়েছেন রাজউকের কর্মকর্তারা। এমনকি অপরিকল্পিত নগরায়ণের জন্য রাজউক শুধু একা নয়, অন্যান্য সেবা সংস্থারও দায় রয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।

রাজউকের সভাকক্ষে গতকাল রোববার ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে এক মতবিনিময় সভায় রাজউকের কর্মকর্তারা এ অভিমত ব্যক্ত করেন। ডুরা সভাপতি রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন।

রাজউকের চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী বলেন, ইমারত নির্মাণ ও ব্যবস্থাপনায় যেসব আইন বা বিধিমালা রয়েছে তা আরও যুগোপযোগী করা প্রয়োজন। মতবিনিময় সভায় ডুরার সদস্যরা অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় অনেক কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে চান না। জবাবে রাজউক চেয়ারম্যান নুরী বলেন, ‘রাজউকের সেবা কীভাবে সহজ করা যায়, সে জন্য আমরা কাজ করছি। জনসংযোগ দপ্তরকে শক্তিশালী করা হবে।’

আমিন উল্লাহ নুরী আরও বলেন, ‘আমরা প্রতিদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। কিন্তু রাজউকের এই ভালো কাজগুলোর প্রচারণা নেই। ডেঙ্গু নিয়ে এমন কোনো দিন নেই যে আমরা কাজ করিনি। অনেক অনেক লোক বিল্ডিং পরিষ্কার করেছে। মাসে ১০০টি বাড়ি ভাঙা হয়। গত মাসে ৮৭টি বাড়ি ভাঙা হয়েছে। আমরা সব তথ্যসেবা অনলাইনে দিচ্ছি।’ রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম পুরান ঢাকার উন্নয়ন নিয়ে বলেন, ঢাকা শহরে পার্কের পরিমাণ এক শতাংশের কম। এটা খুবই লজ্জাজনক।

রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মোবারক হোসেন বলেন, অপরিকল্পিত নগরায়ণের জন্য রাজউক শুধু একা দায়ী নয়, অন্যান্য সেবা সংস্থাগুলোরও দায় রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত