Ajker Patrika

বাস বন্ধ করে দিলেন শ্রমিকেরা

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩: ৩২
বাস বন্ধ করে দিলেন শ্রমিকেরা

ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় নির্ধারিত সময়ে শেষ হয়নি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের সংস্কার কাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এ সড়কে চলাচলকারীদের। গতকাল সোমবার থেকে সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বনাথ পৌরশহর জগন্নাথপুর পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার সংস্কার কাজ শুরু করা হয়। দুই বছর ধরে কাজ চললেও কবে শেষ হবে তা কেউ বলতে পারছেন না। একবার কাজের মেয়াদ শেষও হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব দেখিয়ে মেয়াদ বাড়িয়ে বছরের পর বছর পার করে দিচ্ছে। সম্প্রতি ময়নাগঞ্জ বাজার থেকে বিশ্বনাথের সীমানা ৮ ঘর পর্যন্ত ভালো সড়কের কার্পেটিং খুঁড়ে রাখা হয়েছে। ফলে ওই খোঁড়া কার্পেটিং অংশে ট্রাকসহ ভারী যানবাহন আটক যাচ্ছে।

এ ব্যাপারে সিলেট জগন্নাথপুর শ্রমিক সংগঠনের সভাপতি ফজর আলী বলেন, ‘আমাদের ধর্মঘট চলমান রয়েছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুহেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সুহেল খানের সঙ্গে গত কয়েক দিন ধরে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী আবু সাইদ বলেন, আগামী ১০ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এর ভেতরে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুশরাত জাহান বলেন, পরিবহন শ্রমিকদের নেতাকে প্রশাসনের পক্ষ থেকে সড়কে বাস চলাচল বন্ধ না করার জন্য বলা হয়েছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত সড়কের কাজ শেষ করার পদক্ষেপ নেওয়ায়।

বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত