Ajker Patrika

কুমিল্লার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত

কুমিল্লার পূজামণ্ডপে হামলার ঘটনায় পুলিশের কোনো দায় ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ডিএমপির কমিশনার বলেন, ‘কুমিল্লার ঘটনায় এককভাবে কোনো রাজনৈতিক দলকে চিহ্নিত করা খুব দুরূপ হবে। কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যখন এমন ঘটনা ঘটেছে তখন চট্টগ্রাম বিভাগের ডিআইজি ছিলাম। নাসিরনগরে সহিংসতার পর এক সপ্তাহ সেখানে ছিলাম। সেখানে যারা আসামি ছিল, তাদের মধ্যে সব রাজনৈতিক দলেরই সম্পৃক্ততা পাওয়া গেছে।’

পুলিশের দায় ছিল কি না—জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, এটা তদন্ত করে দেখা উচিত। বিশেষ করে তদন্ত কর্মকর্তা যখন পবিত্র কোরআন শরিফ উদ্ধার করলেন, সেটা লাইভে প্রচার হয়েছে। সেটা সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিয়েছে কি না, তদন্ত হওয়া উচিত। এই কাজটি এমনভাবে করা উচিত ছিল, যাতে কোরআনের পবিত্রতা রক্ষা পায় এবং এ নিয়ে যেন অপপ্রচার না হয়। সেটি নিশ্চিত করার দায়িত্বও তাঁর (তদন্ত কর্মকর্তা) ছিল।’

ধর্মীয় সহিংসতারোধে সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে নাগরিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, ইসলামিক স্কলার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে ঢাকার পুলিশ প্রধান। ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেখলে তা শেয়ার না করে পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি।

 ‘গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্কে সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিরোধী দলের ভূমিকায় কুমিল্লা ইউনিভার্সিটির বিতার্কিকেরা অংশ নেন। বিতর্ক শেষে ডিএমপি কমিশনার তাঁদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত