নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার পূজামণ্ডপে হামলার ঘটনায় পুলিশের কোনো দায় ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
ডিএমপির কমিশনার বলেন, ‘কুমিল্লার ঘটনায় এককভাবে কোনো রাজনৈতিক দলকে চিহ্নিত করা খুব দুরূপ হবে। কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যখন এমন ঘটনা ঘটেছে তখন চট্টগ্রাম বিভাগের ডিআইজি ছিলাম। নাসিরনগরে সহিংসতার পর এক সপ্তাহ সেখানে ছিলাম। সেখানে যারা আসামি ছিল, তাদের মধ্যে সব রাজনৈতিক দলেরই সম্পৃক্ততা পাওয়া গেছে।’
পুলিশের দায় ছিল কি না—জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, এটা তদন্ত করে দেখা উচিত। বিশেষ করে তদন্ত কর্মকর্তা যখন পবিত্র কোরআন শরিফ উদ্ধার করলেন, সেটা লাইভে প্রচার হয়েছে। সেটা সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিয়েছে কি না, তদন্ত হওয়া উচিত। এই কাজটি এমনভাবে করা উচিত ছিল, যাতে কোরআনের পবিত্রতা রক্ষা পায় এবং এ নিয়ে যেন অপপ্রচার না হয়। সেটি নিশ্চিত করার দায়িত্বও তাঁর (তদন্ত কর্মকর্তা) ছিল।’
ধর্মীয় সহিংসতারোধে সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে নাগরিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, ইসলামিক স্কলার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে ঢাকার পুলিশ প্রধান। ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেখলে তা শেয়ার না করে পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি।
‘গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্কে সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিরোধী দলের ভূমিকায় কুমিল্লা ইউনিভার্সিটির বিতার্কিকেরা অংশ নেন। বিতর্ক শেষে ডিএমপি কমিশনার তাঁদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন।
কুমিল্লার পূজামণ্ডপে হামলার ঘটনায় পুলিশের কোনো দায় ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
ডিএমপির কমিশনার বলেন, ‘কুমিল্লার ঘটনায় এককভাবে কোনো রাজনৈতিক দলকে চিহ্নিত করা খুব দুরূপ হবে। কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যখন এমন ঘটনা ঘটেছে তখন চট্টগ্রাম বিভাগের ডিআইজি ছিলাম। নাসিরনগরে সহিংসতার পর এক সপ্তাহ সেখানে ছিলাম। সেখানে যারা আসামি ছিল, তাদের মধ্যে সব রাজনৈতিক দলেরই সম্পৃক্ততা পাওয়া গেছে।’
পুলিশের দায় ছিল কি না—জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, এটা তদন্ত করে দেখা উচিত। বিশেষ করে তদন্ত কর্মকর্তা যখন পবিত্র কোরআন শরিফ উদ্ধার করলেন, সেটা লাইভে প্রচার হয়েছে। সেটা সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিয়েছে কি না, তদন্ত হওয়া উচিত। এই কাজটি এমনভাবে করা উচিত ছিল, যাতে কোরআনের পবিত্রতা রক্ষা পায় এবং এ নিয়ে যেন অপপ্রচার না হয়। সেটি নিশ্চিত করার দায়িত্বও তাঁর (তদন্ত কর্মকর্তা) ছিল।’
ধর্মীয় সহিংসতারোধে সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে নাগরিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, ইসলামিক স্কলার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে ঢাকার পুলিশ প্রধান। ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেখলে তা শেয়ার না করে পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি।
‘গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্কে সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিরোধী দলের ভূমিকায় কুমিল্লা ইউনিভার্সিটির বিতার্কিকেরা অংশ নেন। বিতর্ক শেষে ডিএমপি কমিশনার তাঁদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫