Ajker Patrika

সবাই তাঁকে ‘মাস্টার’ ডাকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২০: ৫৩
সবাই তাঁকে ‘মাস্টার’ ডাকে

দলের সদস্যরা তাকে মাস্টার বলে ডাকে। গত ১৫ বছরে অন্তত আটটি দুর্ধর্ষ ডাকাতির নেতৃত্ব দেওয়ায় এমন খেতাব পান সোহরাব হাওলাদার (৪৮)। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় ১৯টি সোনার দোকানে ডাকাতির ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গতকাল মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গত বুধবার রাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সোহরাবকে গ্রেপ্তার করা হয়। ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, বরিশাল ও আশুলিয়ায় ডাকাতিতে জড়িত সোহরাব ডাকাত দলের প্রধান বলে জানিয়েছে সিআইডি। ধানমন্ডির রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্সের ডাকাতির পরিকল্পনাকারীও তিনি।

গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে আশুলিয়া নয়ারহাট বাজারের ১৯টি স্বর্ণের দোকান থেকে কোটি টাকার মাল লুট হয়। এ ঘটনায় আশুলিয়া থানার মামলাটি তদন্ত করে সিআইডি।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ওই লুটের ঘটনায় মঙ্গলবার গ্রেপ্তার সুমন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই ডাকাত সর্দার সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আশুলিয়ার এই ডাকাতির ঘটনার তদন্তের সূত্র ধরেই রাপা প্লাজার স্বর্ণের দোকানে চুরির মামলার রহস্যের জট খোলা গেছে জানিয়ে ইমাম হোসেন বলেন, রাপা প্লাজার ডাকাতিতে সোহরাবের সম্পৃক্ততার কথা জানায় গ্রেপ্তার সহযোগীরা। রাপা প্লাজার ডাকাতি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪ জন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত