Ajker Patrika

বগুড়ার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৩
বগুড়ার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

সড়ক সম্প্রসারণের কাজ করতে গিয়ে গ্যাসপাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় বগুড়া শহরের একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালায় সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের কাজ চলাকালে এই ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন ছিল।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দেবদীপ বড়ুয়া বলেন, সাসেক প্রকল্পের এক্সকাভেটর দিয়ে মাটি খননের কাজ করতে গিয়ে গ্যাসলাইনের পাইপ ভেঙে গেছে। এ জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে বগুড়া শহরের কলোনি, লতিফপুর, মালতিনগর, ঠনঠনিয়া, জলেশ্বরীতলা, নাটাইপাড়াসহ উত্তর-পূর্ব অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ সময় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক বলেন, ‘সড়কের কাজে সবসময় আমাদের প্রতিনিধিদের রাখতে বলি। এসব বিষয়ে চিঠিও দিয়েছি সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু এ কথায় কেউ গুরুত্ব দেয় না। কাজের সময় আমাদের প্রতিনিধিরা ঘটনাস্থলে থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সহজ হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত