Ajker Patrika

ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। বিকেল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শন করা হবে সিনেমাটি।
উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে।

২৫২টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৮১টি, যেখানে ৬৯টি স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য এবং ১২টি পূর্ণদৈর্ঘ্য। উৎসবের সিনেমাগুলো দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্সে।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল সাড়ে ১০টা, বেলা ১টা ও বিকেল তিনটার প্রদর্শনী শিক্ষার্থীরা বিনা মূল্যে দেখতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সুফিয়া কামাল মিলনায়তনের সব প্রদর্শনী সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। এ ছাড়া শিল্পকলা একাডেমি ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘এ উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতাদের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সংযোগ স্থাপনের জন্য প্ল্যাটফর্ম তৈরিতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত