Ajker Patrika

৫০ বাস নিয়ে চালু হচ্ছে ২৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৬
৫০ বাস নিয়ে চালু হচ্ছে ২৬ ডিসেম্বর

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে ২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক ঢাকা নগর পরিবহন। প্রথম দিনে ৫০টি বাস নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে শুরু হবে এ সেবা। প্রায় ২১ কিলোমিটার এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা।

গতকাল রোববার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২০তম সভা শেষে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় দুই মেয়র ছাড়াও রুট রেশনালাইজেশনের অন্যান্য অংশীদারেরা উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি ও ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ রুটের উদ্বোধন করবেন। এ রুটের বাসগুলো হবে সবুজ রঙের। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও পরে ৩১ জানুয়ারির মধ্যে তা সমন্বয় করে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে। ৬০ কর্মদিবসে এই রুটটি পুরোদমে প্রস্তুত হয়ে যাবে।

মেয়র তাপস বলেন, বিজ্ঞপ্তি দেওয়ার পরে ব্যক্তি এ প্রতিষ্ঠান মিলে আটটি আবেদন পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাই করে পাঁচটিকে নিশ্চিত করেছি। সেগুলো হলো ট্রান্স সিলভা, জে এন এন্টারপ্রাইজ, মোস্তফা হেলাল কবির, এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি এবং বিআরটিসি।’

কমিটির আরেক সদস্য এবং ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রথম দিন থেকেই এ রুটের বাসগুলোতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। আমাদের বাস বে, যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া প্রতিটি বাসের ড্রাইভার-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেই সঙ্গে তাঁদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে। যেসব বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট আছে, সেসব বাসই কেবল এ রুটে বাস পরিচালনা করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত