Ajker Patrika

বুয়েটকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে: আইনুন নিশাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২০: ৪৩
বুয়েটকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে: আইনুন নিশাত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রলীগের চলমান আন্দোলনকে ‘বুয়েটের দুর্ভাগ্য’ বলে মন্তব্য করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। গতকাল রোববার আজকের পত্রিকাকে এসব কথা বলেন তিনি।

আইনুন নিশাত বলেন, ‘ছাত্রলীগ মানেই তো সরকার। যখন সরকারি দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জড়িত হন, তার মানে পুরো দলই জড়িত হয়ে গেছে। এটা বুয়েটের দুর্ভাগ্য। একটা প্রতিষ্ঠান, যেখানে মোটামুটি ভালো পড়াশোনা হচ্ছিল। আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’ বুয়েটে ছাত্ররাজনীতি থাকা না-থাকার বিষয়ে বলতে গিয়ে প্রতিষ্ঠানটিকে আর দশটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলাতে চান না বুয়েটের সাবেক এই শিক্ষক ও শিক্ষার্থী।

তিনি বলেন, ‘এখনকার বুয়েটের অবস্থা তো বলতে পারব না। শিক্ষকদের মনোভাবটাও বলতে পারব না, শিক্ষার্থীদের মনোভাবও বলতে পারব না। যতটুকু জানি, বুঝি—প্রতিষ্ঠানটা বদলায়নি। এখানে সবাই পড়াশোনা করতেই আসে। পড়ার চাপও থাকে বেশি। কাজেই এটাকে অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেলানো যাবে না। এর মধ্যে শিক্ষার্থীদের একটা অংশ থাকে, যারা পড়াশোনার ব্যাপারে উৎসাহী না। সংখ্যাগরিষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মত অনুযায়ী চলা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত