Ajker Patrika

সিরিজটি আমাদের জন্য একটা স্কুলিং ছিল

মীর রাকিব হাসান
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১১: ১৭
সিরিজটি আমাদের জন্য একটা স্কুলিং ছিল

‘শাটিকাপ’ নির্মাণের পেছনের গল্পটা কেমন?

এই গল্পের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। অভিজ্ঞতা ছিল না কীভাবে অ্যাকশন ফিল্ম শুট করা যায়। ২০২০ সালে যখন লকডাউন শুরু হলো, তখন তো সবাই ঘরবন্দি। তখন কিছু একটা করার জন্য কাজ শুরু করেছিলাম। কোনো গল্প ছাড়াই শুট করছিলাম। যখন দেখলাম কিছু হচ্ছে, তখন প্রপার স্ক্রিপ্টে গেলাম।

সিরিজটির শুটিং হয়েছে রাজশাহীতে?

পোস্ট প্রোডাকশনের আগে পর্যন্ত সব রাজশাহী থেকেই করেছি। এরপর চরকির সহযোগিতায় পোস্ট প্রোডাকশন হয়েছে। শুটিংয়ের সময় প্রচুর টেকনিক্যাল লোক দরকার হয়েছে। আমাদের মূল টিমের সদস্যরা যখন যেটা দরকার হয়েছে সেটা তাৎক্ষণিক শিখেছি। তারপর কাজ করেছি।

সেটা কেমন?

আমাদের নিজেদের স্ক্রিপ্ট রাইটার নেই। স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য আমরা কোর্স করেছি। ইন্টারনেট ঘেঁটেছি। তারপর আমাদের মনের ভাবনাগুলো লিখেছি।

যে সাউন্ড নিয়েছে, সেও নিজেকে একইভাবে তৈরি করেছে। আমার পড়াশোনা সিনেমাটোগ্রাফিতেই। সেক্ষেত্রে আমরা নিজেরা ওয়ার্কশপ করে রেডি হয়েছি। পুরো সিরিজটি আমাদের জন্য একটা স্কুলিং ছিল। শুটিং অভিজ্ঞতা কেমন ছিল?আমরা খুব র-ভাবে জিনিসটা তৈরি করার চেষ্টা করেছি।

নেকগুলো ক্যামেরায় শুট করতে হয়েছে। আমিই সিনেমাটোগ্রাফি করেছি। আমার সঙ্গে আরও বেশ কয়েকজন ক্যামেরা অপারেট করেছেন। আমরা একই সময়ে পাঁচটা ক্যামেরা রান করেছি। এমনও হয়েছে যে ক্যারেক্টারকেও ক্যামেরা ধরতে হয়েছে।

১৩৭ জন অভিনয়শিল্পীর সবাই রাজশাহীর। অভিনয়ের পূর্ব অভিজ্ঞতাও ছিল না। তাঁদের নিয়ে কাজ করতে অসুবিধা হয়নি?

প্রাথমিক পর্যায়ে যাদের নির্বাচন করেছিলাম তাঁরা আমাদের টিমেরই সদস্য। বাকি চরিত্রগুলোর জন্য অডিশন নিয়েছি। আবার কারও সঙ্গে চরিত্র মিলে গেলে তাঁকে অনুরোধ জানিয়েছি, আপনার অভিনয় করতে হবে। এরপর আমরা একটা ক্যারেক্টার ওয়ার্কশপ করেছি। চূড়ান্ত শুটিংয়ের আগে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার শুটিং করেছি।

শুনেছি ৬৩ দিন শুটিং করেছেন...

একটা ওয়েব সিরিজে ৬৩ দিন শুট করা মানে বোঝাই যায় বেহিসাবি কাজ হয়েছে। একটা সিকোয়েন্স দেখা গেল শুট করে নিয়ে এসেছি, কিন্তু এডিটিংয়ের সময় সঠিক মনে হয়নি, আবার শুটিং করেছি। এভাবে কাজটি নামিয়েছি।

নিশ্চয়ই এলাকাবাসীর ব্যাপক সহযোগিতা ছিল?

আমরা যেখানেই গিয়েছি, সবার সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। সেটা এলাকাবাসী হোক, কিংবা প্রশাসন। এলাকাবাসীর সাহায্য আমাদের নতুনভাবে উৎসাহ দিয়েছে।

কিছু সংলাপ নিয়ে সমালোচনাও হচ্ছে...

গল্পের চরিত্রগুলোকে সাধারণ মানুষ ওভাবে দেখে না কখনো। যে ড্রাগ ডিলার, আমরা তাকে ওভাবেই দেখানোর চেষ্টা করেছি। আমরা যে ক্যারেক্টারগুলো সামনে এনেছি, তারা আসলে এভাবেই কথা বলে। আমরা যদি কিছু এড়িয়ে যেতাম, তাহলে গল্পটার সাথে জাস্টিস হতো না। যে ধরনের মানসিকতা নিয়ে চরিত্রগুলো কথা বলে, সেটা যদি একই রকমভাবে পর্দায় না আসত, তবে এই গল্প আমাদের গল্প হয়ে উঠত না। অডিয়েন্স স্বাধীন, তারা তাদের মতো দেখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত