নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন ঘোষিত মুদ্রানীতিতে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ব্যাংকারদের দাবির মুখেও সুদের ৯ শতাংশ সীমা তুলে দেওয়া হয়নি। কিন্তু ভোক্তা ঋণের আওতায় ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ, আবাসন ঋণ, শিক্ষা ঋণ প্রভৃতি ক্ষেত্রে সুদহার ৩ শতাংশ বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে ঋণের সুদ বৃদ্ধির ফলে খরচ বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের মূল্যস্ফীতি বেড়ে গেছে। এতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। আবার শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে। এমন অবস্থায় সুদের হার বৃদ্ধি করার জন্য ব্যাংকাররা দাবি করে আসছিলেন। মুদ্রানীতিতে সুদের ৯ শতাংশ সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে সুদের হার ৯ শতাংশ থেকে বৃদ্ধি করে ১২ শতাংশ করা হয়েছে। এতে ঋণগ্রহীতাদের খরচ বেড়ে যাবে এবং ব্যয় বাড়বে। তবে এটা কেন্দ্রীয় ব্যাংক নিশ্চয়ই বিভিন্ন আঙ্গিকে যুক্তিযুক্ত মনে করেছে, যদিও সংশ্লিষ্টদের ওপর চাপ বাড়বে।’
মুদ্রানীতি প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদহার নিজেরাই নির্ধারণ করতে পারবে। এ ছাড়া পরিবর্তন আনা হয়েছে ওভারনাইট নীতি সুদহারে। এতে ব্যাংক এবং আমানতকারীদের মধ্যে দর-কষাকষির সুযোগ তৈরি হলো। ফলে আমানতকারীরা আগের থেকে বেশি লাভ পেতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যদিও বাজারভিত্তিক মূল্যস্ফীতি আরও বেশি। এ অবস্থায় ভোক্তা পর্যায়ে ঋণে সুদের হার ৩ শতাংশ বৃদ্ধি করায় ভোক্তাদের ওপর খরচ বাড়বে। তবে অন্যান্য ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখায় বাজারে অর্থ সরবরাহ কমবে। এতে মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।’
নতুন মুদ্রানীতিতে আবারও নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। নতুন করে রেপো ও রিভার্স রেপোর সুদহার ২৫ শতাংশ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে, রেপো সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে এখন হবে ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থনীতির সামগ্রিক দিক বিবেচনা করে নতুন মুদ্রানীতিতে ভোক্তা পর্যায়ে ঋণে সুদের হার ৯ শতাংশ থেকে ১২ শতাংশ করা হয়েছে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না।’
নতুন ঘোষিত মুদ্রানীতিতে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ব্যাংকারদের দাবির মুখেও সুদের ৯ শতাংশ সীমা তুলে দেওয়া হয়নি। কিন্তু ভোক্তা ঋণের আওতায় ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ, আবাসন ঋণ, শিক্ষা ঋণ প্রভৃতি ক্ষেত্রে সুদহার ৩ শতাংশ বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে ঋণের সুদ বৃদ্ধির ফলে খরচ বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের মূল্যস্ফীতি বেড়ে গেছে। এতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। আবার শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে। এমন অবস্থায় সুদের হার বৃদ্ধি করার জন্য ব্যাংকাররা দাবি করে আসছিলেন। মুদ্রানীতিতে সুদের ৯ শতাংশ সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে সুদের হার ৯ শতাংশ থেকে বৃদ্ধি করে ১২ শতাংশ করা হয়েছে। এতে ঋণগ্রহীতাদের খরচ বেড়ে যাবে এবং ব্যয় বাড়বে। তবে এটা কেন্দ্রীয় ব্যাংক নিশ্চয়ই বিভিন্ন আঙ্গিকে যুক্তিযুক্ত মনে করেছে, যদিও সংশ্লিষ্টদের ওপর চাপ বাড়বে।’
মুদ্রানীতি প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদহার নিজেরাই নির্ধারণ করতে পারবে। এ ছাড়া পরিবর্তন আনা হয়েছে ওভারনাইট নীতি সুদহারে। এতে ব্যাংক এবং আমানতকারীদের মধ্যে দর-কষাকষির সুযোগ তৈরি হলো। ফলে আমানতকারীরা আগের থেকে বেশি লাভ পেতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যদিও বাজারভিত্তিক মূল্যস্ফীতি আরও বেশি। এ অবস্থায় ভোক্তা পর্যায়ে ঋণে সুদের হার ৩ শতাংশ বৃদ্ধি করায় ভোক্তাদের ওপর খরচ বাড়বে। তবে অন্যান্য ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখায় বাজারে অর্থ সরবরাহ কমবে। এতে মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।’
নতুন মুদ্রানীতিতে আবারও নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। নতুন করে রেপো ও রিভার্স রেপোর সুদহার ২৫ শতাংশ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে, রেপো সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে এখন হবে ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থনীতির সামগ্রিক দিক বিবেচনা করে নতুন মুদ্রানীতিতে ভোক্তা পর্যায়ে ঋণে সুদের হার ৯ শতাংশ থেকে ১২ শতাংশ করা হয়েছে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪