সিংড়া (নাটোর) প্রতিনিধি
আঁকাবাঁকা মেঠোপথ, দিগন্তবিস্তৃত ধানখেত আর সবুজের সমারোহ—সব মিলিয়ে মনোমুগ্ধকর এক দৃশ্য। আবহমান গ্রামবাংলার চিরায়ত রূপ তো এমনই হয়! তাহলে বিশেষ কী এমন বিষয়, যে কারণে একটি গ্রামের এত জয়জয়কার। গ্রামের গল্প নাকি হার মানাতে পারে রূপকথাকেও! হ্যাঁ, গল্পটা শেষ হলে ‘হুলহুলিয়া’ নিয়ে সন্দেহ কেটে যাবে। গ্রামটির শত বছরের বিবর্তনের কাহিনি সত্যিই চমকে যাওয়ার মতো।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে এখানকার মানুষগুলোও হয়ে উঠেছেন সুন্দর। এ সুন্দর যতটা না চোখে দেখার, তার চেয়ে বেশি অনুভবের। গত ৫০ বছরে কোনো মামলা-মোকদ্দমার জন্য পুলিশ আসেনি এখানে। নেই রাজনৈতিক বিভাজন, হানাহানি। শুধু তা-ই নয়, গ্রামের মানুষজনও শতভাগ শিক্ষিত। গ্রামটি বাল্যবিবাহ, মাদক ও যৌতুকমুক্ত। সুখে-দুঃখে একে-অন্যের পাশে থাকেন সবাই।
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত বিস্ময়কর গ্রাম হুলহুলিয়া। জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার দূরে ১৩টি পাড়া নিয়ে গঠিত চলনবিলবেষ্টিত গ্রামটির আয়তন প্রায় দুই বর্গকিলোমিটার।
গ্রামে ঢুকলে প্রথমেই চোখে পড়ে বিশাল একটি গেট। যেখানে লেখা রয়েছে, ‘আদর্শ গ্রাম হুলহুলিয়া’। এখানে শিক্ষার পাশাপাশি স্যানিটেশন-ব্যবস্থাও প্রায় শতভাগ। শীতে এ গ্রামে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে। কিন্তু গ্রামের কারোরই পাখি মারার স্বভাব নেই। গ্রামটি থেকে দুই শর বেশি বিএসসি প্রকৌশলী, শতাধিক এমবিবিএস চিকিৎসক, ১৭ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ১১ জন বিচারকসহ নানা পেশার মানুষ ও প্রখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন। আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি লাভের পেছনে বড় ভূমিকা রেখেছে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ।
পরিষদের সহসভাপতি মো. আলমগীর কবীর শাহ জানান, শত বছর আগে একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যায়। গ্রামের ঘরে ঘরে তখন অভাব, মনে কষ্ট আর হতাশা। বিষয়টি গ্রামের মাতবর মছির উদ্দিন মৃধার মনে দাগ কাটে। একদিন গ্রামের লোকদের নিয়ে সভা ডাকেন তিনি। সেখানে সিদ্ধান্ত হয়, যাঁদের ঘরে অতিরিক্ত ধানবীজ আছে, তাঁরা বিনা শর্তে অন্যদের ধার দেবেন। সিদ্ধান্ত কার্যকর হয়, সোনার ফসলে ভরে ওঠে জমি। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে ১৯৪০ সালে ‘হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ’ গঠন করে গ্রামবাসী।
আলমগীর জানান, এ পরিষদের মাধ্যমে গ্রামের ‘শাসনব্যবস্থা’ পরিচালিত হয়। ২৩ সদস্যের পরিষদে আছেন পাঁচজন উপদেষ্টাও। দুই বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটেই সদস্যরা নির্বাচিত হন। গ্রামে কোনো বিরোধ হলে এই পরিষদই আলোচনার মাধ্যমে মীমাংসা করে দেয়। বড় অপরাধ নেই, তাই দরকার হয়নি থানায় যাওয়ারও।
১৯৬৬ সালের কথা। হুলহুলিয়াতে তখন প্রথম উচ্চবিদ্যালয় গড়ে তোলা হয়। গ্রামের দরিদ্র মানুষদের কথা ভেবে শিক্ষকদের অনেকেই বিনা বেতনে শিক্ষাদান করেন। এরপর হয় মাদ্রাসাও। বর্তমানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি দুটি বিদ্যালয়ও চলছে।
১৯৪৪ সালে ‘দ্য হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব’ গঠন করা হয়। যেটির কাজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামের রয়েছে শেকড় ও বটবৃক্ষ নামের সংগঠন। ৩৫ বিঘা জমির ওপর একটি স্থায়ী কবরস্থান রয়েছে গ্রামে।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, হুলহুলিয়া গ্রামের মানুষ মিলেমিশে থাকে। কোনো মামলা আছে বলে আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, হুলহুলিয়া একটা আদর্শ গ্রাম। এটি সিংড়া উপজেলার গর্ব।
আঁকাবাঁকা মেঠোপথ, দিগন্তবিস্তৃত ধানখেত আর সবুজের সমারোহ—সব মিলিয়ে মনোমুগ্ধকর এক দৃশ্য। আবহমান গ্রামবাংলার চিরায়ত রূপ তো এমনই হয়! তাহলে বিশেষ কী এমন বিষয়, যে কারণে একটি গ্রামের এত জয়জয়কার। গ্রামের গল্প নাকি হার মানাতে পারে রূপকথাকেও! হ্যাঁ, গল্পটা শেষ হলে ‘হুলহুলিয়া’ নিয়ে সন্দেহ কেটে যাবে। গ্রামটির শত বছরের বিবর্তনের কাহিনি সত্যিই চমকে যাওয়ার মতো।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে এখানকার মানুষগুলোও হয়ে উঠেছেন সুন্দর। এ সুন্দর যতটা না চোখে দেখার, তার চেয়ে বেশি অনুভবের। গত ৫০ বছরে কোনো মামলা-মোকদ্দমার জন্য পুলিশ আসেনি এখানে। নেই রাজনৈতিক বিভাজন, হানাহানি। শুধু তা-ই নয়, গ্রামের মানুষজনও শতভাগ শিক্ষিত। গ্রামটি বাল্যবিবাহ, মাদক ও যৌতুকমুক্ত। সুখে-দুঃখে একে-অন্যের পাশে থাকেন সবাই।
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত বিস্ময়কর গ্রাম হুলহুলিয়া। জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার দূরে ১৩টি পাড়া নিয়ে গঠিত চলনবিলবেষ্টিত গ্রামটির আয়তন প্রায় দুই বর্গকিলোমিটার।
গ্রামে ঢুকলে প্রথমেই চোখে পড়ে বিশাল একটি গেট। যেখানে লেখা রয়েছে, ‘আদর্শ গ্রাম হুলহুলিয়া’। এখানে শিক্ষার পাশাপাশি স্যানিটেশন-ব্যবস্থাও প্রায় শতভাগ। শীতে এ গ্রামে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে। কিন্তু গ্রামের কারোরই পাখি মারার স্বভাব নেই। গ্রামটি থেকে দুই শর বেশি বিএসসি প্রকৌশলী, শতাধিক এমবিবিএস চিকিৎসক, ১৭ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ১১ জন বিচারকসহ নানা পেশার মানুষ ও প্রখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন। আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি লাভের পেছনে বড় ভূমিকা রেখেছে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ।
পরিষদের সহসভাপতি মো. আলমগীর কবীর শাহ জানান, শত বছর আগে একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যায়। গ্রামের ঘরে ঘরে তখন অভাব, মনে কষ্ট আর হতাশা। বিষয়টি গ্রামের মাতবর মছির উদ্দিন মৃধার মনে দাগ কাটে। একদিন গ্রামের লোকদের নিয়ে সভা ডাকেন তিনি। সেখানে সিদ্ধান্ত হয়, যাঁদের ঘরে অতিরিক্ত ধানবীজ আছে, তাঁরা বিনা শর্তে অন্যদের ধার দেবেন। সিদ্ধান্ত কার্যকর হয়, সোনার ফসলে ভরে ওঠে জমি। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে ১৯৪০ সালে ‘হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ’ গঠন করে গ্রামবাসী।
আলমগীর জানান, এ পরিষদের মাধ্যমে গ্রামের ‘শাসনব্যবস্থা’ পরিচালিত হয়। ২৩ সদস্যের পরিষদে আছেন পাঁচজন উপদেষ্টাও। দুই বছর পরপর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটেই সদস্যরা নির্বাচিত হন। গ্রামে কোনো বিরোধ হলে এই পরিষদই আলোচনার মাধ্যমে মীমাংসা করে দেয়। বড় অপরাধ নেই, তাই দরকার হয়নি থানায় যাওয়ারও।
১৯৬৬ সালের কথা। হুলহুলিয়াতে তখন প্রথম উচ্চবিদ্যালয় গড়ে তোলা হয়। গ্রামের দরিদ্র মানুষদের কথা ভেবে শিক্ষকদের অনেকেই বিনা বেতনে শিক্ষাদান করেন। এরপর হয় মাদ্রাসাও। বর্তমানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি দুটি বিদ্যালয়ও চলছে।
১৯৪৪ সালে ‘দ্য হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব’ গঠন করা হয়। যেটির কাজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামের রয়েছে শেকড় ও বটবৃক্ষ নামের সংগঠন। ৩৫ বিঘা জমির ওপর একটি স্থায়ী কবরস্থান রয়েছে গ্রামে।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, হুলহুলিয়া গ্রামের মানুষ মিলেমিশে থাকে। কোনো মামলা আছে বলে আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, হুলহুলিয়া একটা আদর্শ গ্রাম। এটি সিংড়া উপজেলার গর্ব।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪