Ajker Patrika

জেলেদের তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩: ৩৭
জেলেদের তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে এসে বেপরোয়া হয়ে উঠেছেন বাবুগঞ্জের জেলেরা। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দুই দফায় ট্রলারে জেলেরা হামলা করে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে আড়িয়াল খাঁ নদীর কাঠেরচর এলাকায় জেলেদের জাল ফেলার খবর শুনে সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. মিজানুর রহমান ও তাঁর দল। জেলেরা তাঁদের উপস্থিতি টের পেয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। তখন পাল্টা ধাওয়া দিলে জেলেরা ধান খেতের মধ্য লুকিয়ে পরে।

অপরদিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া (চর ডাকাতিয়া) এলাকায় অভিযান পরিচালনার এক পর্যায় জেলেদের ধাওয়া করে নদী থেকে খালে প্রবেশ করে নৌকা ভাঙার কারণে স্থানীয়দের তোপের মুখে পড়ে অভিযান পরিচালনাকারী দলটি। স্থানীয় নারী ও পুরুষেরা হামলার প্রস্তুতি নিলে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) গুলি করার ভয় দেখিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পরিস্থিতি সামলে সেখান থেকে ৩ টি ইঞ্জিন চালিত ট্রলার ও বিপুল জাল জব্দ করে নিয়ে আসেন।

এ সময় ৭-৮ টি নৌকা ও একটি ট্রলার ভেঙে ফেলার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. স্বপন, মো. বাকিবুল্লাহসহ অন্যরা।

এদিকে গত বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে মোট ৪ টি ট্রলার ও ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পরে জব্দ করা জাল কেদারপুর খেয়াঘাটে এসে পুড়িয়ে ফেলা হয়। আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, নোঙর করা নৌকা ভাঙা হয়নি। মা ইলিশ শিকারে নামলে জেলেদের ধাওয়া করলে তারা নৌকা রেখে পালিয়ে যায়। পরে কিছু নৌকা ভাঙা হয়েছে। ইলিশ শিকার করতে না পেরে জেলেরা বেপরোয়া হয়ে উঠেছেন। পর্যাপ্ত পোশাক ধারী পুলিশ না থাকায় জেলেরা হামলা চালানোর সাহস পেয়েছেন। তবে গুলি চালানোর মতো পরিস্থিতি সৃষ্টি হলে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত