Ajker Patrika

বিকল্প বাঁধে রক্ষা পেল দুই হাওরের জমির ধান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১: ২৩
বিকল্প বাঁধে রক্ষা পেল দুই হাওরের জমির ধান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরের ধান রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি ফসল রক্ষা বাঁধ গতকাল শনিবার ভোরে ভেঙে গেছে। তবে বিকল্প বাঁধ নির্মাণ করে রাখায় রক্ষা পেয়েছে দুটি হাওরের ধান।

কৃষক ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নলুয়া ও মইয়ার হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড মইয়ার হাওরের কলইকাটা নামক জায়গায় ৩০ লাখ টাকা ব্যয়ে দুটি ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হয়। গত ২৭ মার্চ বাঁধে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড বাঁধের ফাটল বন্ধ করতে কাজ শুরু করে। ২৯ মার্চ আবারও বাঁধ ধসে গেলে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাঁধটি টেকসই করতে আরও কাজ করা হয়। পরে ৩০ মার্চ বাঁধে আবারও ফাটল দেখা দিলে পাউবোর জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বেড়িবাঁধ রক্ষার পরামর্শ করেন। এ সময় পাউবোর কর্মকর্তারা আরও কিছু বাঁশ বস্তা দিলে বাঁধটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়। ১ এপ্রিল থেকে ইউএনও সাজেদুল ইসলাম ওই জায়গা থেকে সরিয়ে পাশেই আরেকটি বিকল্প বেড়িবাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেন। নির্মিত ওই বাঁধের কারণেই রক্ষা পেয়েছে উপজেলার এই দুই হাওরের ফসল।

চিলাউড়া গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল গফুর বলেন, বিকল্প বাঁধ নির্মাণ করা না হলে দুটি হাওরের ফসল তলিয়ে যেত। পানি উন্নয়ন বোর্ড বিকল্প বাঁধ নির্মাণের পক্ষে ছিল না। কৃষকদের অনুভূতি বুঝতে পেরে ইউএনও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাই এখন স্বস্তিতে ধান কাটতে পারছি।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলার কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল দাশ বলেন, দুটি হাওরের ফসল রক্ষায় বিকল্প বেড়িবাঁধ ইউএনওর সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত ছিল। পাউবোর শুরুতেই ঝুঁকিপূর্ণ জায়গাকে বাঁধ দিয়ে বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করলে সরকারের অতিরিক্ত টাকা ব্যয় হতো না।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পাউবো) হাসান গাজী বলেন, ‘আমাদের ধারণা ছিল কলইকাটা এলাকায় নির্মিত বেড়িবাঁধ টিকবে। সেই মোতাবেক বাঁধ টেকসই করতে কাজ করেছি। শনিবার বাঁধটি ভেঙে যায়। ইউএনও সাজেদুল ইসলামের প্রস্তাবে বিকল্প বাঁধ নির্মাণ করায় ফসল রক্ষার মূল বাঁধ ভাঙলেও কোনো ক্ষতি হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করা হলেও এর ব্যয়ভার নির্ধারণ ও বিল পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাওরের ফসল রক্ষায় আমি কোনো ঝুঁকি রাখতে চাইনি। তাই যেখানে যা প্রয়োজন, তা-ই করেছি। কলইকাটা বিকল্প বাঁধে দুটি হাওরের ফসল রক্ষা পাওয়ায় ভালো লাগছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত