Ajker Patrika

বিশ্ব নাট্যদিবসে সম্মানিত হলেন তাঁরা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৫: ২৮
বিশ্ব নাট্যদিবসে সম্মানিত হলেন তাঁরা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের সম্মিলিত আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭ মার্চ পালিত হলো বিশ্ব নাট্যদিবস ২০২৩। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রদান করা হয় বিশ্ব নাট্যদিবস সম্মাননা।

করোনা মহামারির কারণে গত তিন বছর সম্মাননা দিতে না পারায় এ  বছর একসঙ্গে চার বছরের সম্মাননা প্রদান করা হয়। ২০২০ সালের বিশ্ব নাট্যদিবসের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাট্যকার ও নির্দেশক মিলন চৌধুরী এবং অভিনেতা ও সংগঠক পরেশ আচার্য্য। ২০২১ সালে সম্মাননাপ্রাপ্ত হয়েছেন অভিনয়শিল্পী প্রয়াত লিলি চৌধুরী। ২০২২ সালে মরণোত্তর সম্মাননায় ভূষিত হন অভিনয়শিল্পী, নাট্যকার ও নির্দেশক প্রয়াত মান্নান হীরা। ২০২৩ সালের জন্য সম্মাননা দেওয়া হয় অভিনয়শিল্পী, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদকে।

সম্মাননা প্রদান শেষে বিশ্ব নাট্যদিবসের স্মারক বক্তব্য দেন অভিনয়শিল্পী মাসুদ আলী খান। সভাপতির বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।  

এবারের বিশ্বনাট্য দিবসের আন্তর্জাতিক বাণী প্রদান করেছেন মিসরের বরেণ্য অভিনেত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিহা আইয়ুব। তাঁর বাণী পাঠ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন লাকী ইনাম। আলোচনা ও সম্মাননা প্রদান পর্ব শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

এর আগে নাট্যকর্মী, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে বিশ্ব নাট্যদিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল বিকেল ৫টায়। শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হয় প্রীতি সম্মিলনীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত