Ajker Patrika

টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে কমিটি

সিলেট প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৩
Thumbnail image

সিলেটের ওসমানীনগরে নির্বাচনী মক ভোটিং অনুশীলনের নামে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার মৎস্য কর্মকর্তা মোছা. মাশরুপা তামলিমকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নিয়ামত উল্লাহ।

এর সত্যতা নিশ্চিত করে ওসমানীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ওসমানীনগরে কয়েকজন রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মক (অনুশীলনমূলক) ভোটে অংশ নেওয়ার সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুই শতাধিক সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেন। গত ৩১ জানুয়ারি এই উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৯ জানুয়ারি সব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার মক ভোটে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু নামমাত্র কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া বাকিদের মক ভোটে অংশ নিতে নিষেধ করেন। এসব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নামে বরাদ্দ করা সম্মানীর কয়েক লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেন।

জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখানোর জন্য প্রতিটি কেন্দ্রেই মক ভোট নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এ জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গত ২৯ জানুয়ারি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ওসমানীনগরে নির্বাচন কমিশনের নির্দেশনা মানেননি কিছুসংখ্যক কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত