জয়নাল আবেদীন খান, ঢাকা
এক দশক আগে যাত্রা শুরু করা প্রবাসীকল্যাণ ব্যাংকে এখন পর্যন্ত কোনো বড় ঋণের আবেদন পড়েনি। এমনকি সর্বোচ্চ ঋণসীমা ৫০ লাখ টাকা হলেও ১০ লাখের বেশি ঋণ নিতে আসেননি কোনো গ্রাহক। যদিও বিদেশগামী ও ফেরতদের বিশেষ সুবিধা দিতে এ ব্যাংকটি খোলা হয়। তবে জামানতবিহীন ৩ লাখ থেকে ৫ লাখ টাকার কম ঋণের চাহিদা আছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ব্যাংকের কর্মকর্তারা। এর কারণ হিসেবে তাঁরা বলেছেন, জামানতবিহীন ঋণের প্রতি ঝোঁক। শুধু একজন জামিনদার হলেই গ্রাহক ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন।
প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, প্রবাসীকল্যাণ ব্যাংক ২০১১ সালে থেকে এ পর্যন্ত ১ হাজার ১৯১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ৫৪০ কোটি টাকা। আর ২০২১ সালের শেষ পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ১০৫ কোটি টাকা।
মো. জাহিদুল হক বলেন, ‘আমরা ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ বিতরণ করে থাকি। ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা ৫০ লাখ টাকা। তবে ঋণগ্রহীতাদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ সীমার ঋণ পেতে কোনো আবেদন জমা পড়েনি। এর প্রধান কারণ হলো জামানতবিহীন ঋণের প্রতি ঝোঁক। শুধু একজন জামিনদার হলেই তারা যেহেতু ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। সে জন্য বেশি টাকার ঋণ পেতে খুব একটা আগ্রহ দেখান না।’
কর্মকর্তারা বলছেন, এই ব্যাংকে কোনো ঋণ জটিলতা নেই। তাঁরা দ্রুত অভিবাসন ঋণ মঞ্জুর করে থাকেন। এমনকি একদিনেও ঋণ মঞ্জুর করা হয়। এ প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য দিয়ে জাহিদুল হক বলেন, ‘প্রবাসীকল্যাণ ব্যাংকে ঋণ পেতে কোনো জটিলতা নেই। শুধু একজন জামিনদার ও ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারলে যে কেউ ঋণ পেতে পারেন। আর ব্যাংক প্রয়োজনে এক দিনেও ঋণ দিতে পারে।’
প্রবাসীকল্যাণ ব্যাংক দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় ৯১টি ব্রাঞ্চে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে যেসব এলাকা থেকে বেশিসংখ্যক মানুষ প্রবাসে যান, সেখানে একাধিক শাখা রয়েছে।
লালমনিরহাটের মিনারা বেগম নামের এক বিদেশফেরত নারী আজকের পত্রিকাকে জানান, তিনি করোনকালে দেশে ফিরেছেন। তিনি ৩ লাখ টাকা প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে উদ্যোক্তা হয়েছেন। এ ঋণ পেতে জামানতকারীই যথেষ্ট বলে তিনি জানান।
প্রবাসীকল্যাণ ব্যাংকের এভিপি মো. মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদায়ী বছরের শেষ দিন পর্যন্ত কোনো বিদেশফেরত ঋণগ্রহীতা পুনর্বাসনের জন্য ব্যাংকের কাছে ১০ লাখ টাকার বেশি ঋণ আবেদন করেননি। তবে বিনা জামানতে ঋণের চাহিদা বেড়েছে কয়েক গুণ।’
জানা যায়, ব্যাংকের শাখা ও জনবল বাড়ানো হচ্ছে। শাখা পর্যায়ে ঋণ ছাড়ের ক্ষমতা দেওয়া হয়েছে। জামানত ছাড়া ঋণের সীমা ও প্রচার বাড়ানো হয়েছে। এতে ঋণের সুবিধাভোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
এক দশক আগে যাত্রা শুরু করা প্রবাসীকল্যাণ ব্যাংকে এখন পর্যন্ত কোনো বড় ঋণের আবেদন পড়েনি। এমনকি সর্বোচ্চ ঋণসীমা ৫০ লাখ টাকা হলেও ১০ লাখের বেশি ঋণ নিতে আসেননি কোনো গ্রাহক। যদিও বিদেশগামী ও ফেরতদের বিশেষ সুবিধা দিতে এ ব্যাংকটি খোলা হয়। তবে জামানতবিহীন ৩ লাখ থেকে ৫ লাখ টাকার কম ঋণের চাহিদা আছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ব্যাংকের কর্মকর্তারা। এর কারণ হিসেবে তাঁরা বলেছেন, জামানতবিহীন ঋণের প্রতি ঝোঁক। শুধু একজন জামিনদার হলেই গ্রাহক ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন।
প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, প্রবাসীকল্যাণ ব্যাংক ২০১১ সালে থেকে এ পর্যন্ত ১ হাজার ১৯১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ৫৪০ কোটি টাকা। আর ২০২১ সালের শেষ পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ১০৫ কোটি টাকা।
মো. জাহিদুল হক বলেন, ‘আমরা ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ বিতরণ করে থাকি। ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা ৫০ লাখ টাকা। তবে ঋণগ্রহীতাদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ সীমার ঋণ পেতে কোনো আবেদন জমা পড়েনি। এর প্রধান কারণ হলো জামানতবিহীন ঋণের প্রতি ঝোঁক। শুধু একজন জামিনদার হলেই তারা যেহেতু ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। সে জন্য বেশি টাকার ঋণ পেতে খুব একটা আগ্রহ দেখান না।’
কর্মকর্তারা বলছেন, এই ব্যাংকে কোনো ঋণ জটিলতা নেই। তাঁরা দ্রুত অভিবাসন ঋণ মঞ্জুর করে থাকেন। এমনকি একদিনেও ঋণ মঞ্জুর করা হয়। এ প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য দিয়ে জাহিদুল হক বলেন, ‘প্রবাসীকল্যাণ ব্যাংকে ঋণ পেতে কোনো জটিলতা নেই। শুধু একজন জামিনদার ও ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারলে যে কেউ ঋণ পেতে পারেন। আর ব্যাংক প্রয়োজনে এক দিনেও ঋণ দিতে পারে।’
প্রবাসীকল্যাণ ব্যাংক দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় ৯১টি ব্রাঞ্চে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে যেসব এলাকা থেকে বেশিসংখ্যক মানুষ প্রবাসে যান, সেখানে একাধিক শাখা রয়েছে।
লালমনিরহাটের মিনারা বেগম নামের এক বিদেশফেরত নারী আজকের পত্রিকাকে জানান, তিনি করোনকালে দেশে ফিরেছেন। তিনি ৩ লাখ টাকা প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে উদ্যোক্তা হয়েছেন। এ ঋণ পেতে জামানতকারীই যথেষ্ট বলে তিনি জানান।
প্রবাসীকল্যাণ ব্যাংকের এভিপি মো. মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদায়ী বছরের শেষ দিন পর্যন্ত কোনো বিদেশফেরত ঋণগ্রহীতা পুনর্বাসনের জন্য ব্যাংকের কাছে ১০ লাখ টাকার বেশি ঋণ আবেদন করেননি। তবে বিনা জামানতে ঋণের চাহিদা বেড়েছে কয়েক গুণ।’
জানা যায়, ব্যাংকের শাখা ও জনবল বাড়ানো হচ্ছে। শাখা পর্যায়ে ঋণ ছাড়ের ক্ষমতা দেওয়া হয়েছে। জামানত ছাড়া ঋণের সীমা ও প্রচার বাড়ানো হয়েছে। এতে ঋণের সুবিধাভোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫