Ajker Patrika

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ০৮
Thumbnail image

নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় খুলনা ও সাতক্ষীরায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা দুটিতে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

সাতক্ষীরা: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে গতকাল শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

এরপর সকাল ৭টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবিসহ প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

খুলনা: খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গতকাল শনিবার নগরীর গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর কমান্ড, কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তালা: নানা আয়োজনে সাতক্ষীরার তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন এবং উদ্‌যাপন কমিটি। গতকাল শনিবার ২৬ শে মার্চের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপশহরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তালা উপজেলা পরিষদ চত্বরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর: শ্যামনগরে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। প্রত্যুষে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনার পর সকালে উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা সাতটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালপুর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও উপজেলা নির্বাহী অফিসারসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পাটকেলঘাটা: যথাযোগ্য মর্যাদায় পাটকেলঘাটায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।

দেবহাটা: দেবহাটায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে সকাল সাড়ে ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শুভেচ্ছা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নানা প্রতিষ্ঠান।

পরে পাইলট হাইস্কুল মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত