পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দুদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যা চলবে আরও কয়েক দিন। গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এদিকে, শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সকালে তীব্র শীত অনুভূত হওয়ায় কাজে যেতে পারছেন না তাঁরা। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে তীব্র শীত উপেক্ষা করে অনেকেই কাজে নামছেন।
গতকাল মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার সীমান্ত নদী মহানন্দায় দেখা গেছে বরফগলা ঠান্ডা পানির মধ্যেও পাথর উত্তোলনে নেমেছেন হাজারো শ্রমিক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতেই দিনভর পাথর তুলতে পারছেন তাঁরা।
রফিকুল ইসলাম নামে এক পাথর শ্রমিক বলেন, ‘কাজের মধ্যে নামলে আর ঠান্ডা লাগে না। আর পাথর তুলতে না পারলে খাব কি? কিস্তির টাকাও দেব কিভাবে?
গত সোমবার সন্ধ্যার পর তেমনটা কুয়াশা নজরে আসেনি। তবে শেষ রাতে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। কুয়াশা ভেদ করে গতকাল মঙ্গলবার সকাল সাতটার পরই সূর্যের দেখা মেলে। সূর্যের তেজ থাকলেও উত্তরের হিমেল বাতাসে আবহাওয়া ছিল শীতল। অনেককেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়।
জানা গেছে, এখন পর্যন্ত ২১ হাজার ৬০০ শীতবস্ত্র ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। নগদ টাকায় আরও দুই হাজার কম্বল কেনা হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে। তবে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যরা দায়িত্ব গ্রহণ না করায় শীতার্তদের মধ্যে বিতরণ শুরু হয়নি। এদিকে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমে চলতি মাসের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে।
পঞ্চগড়ে দুদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যা চলবে আরও কয়েক দিন। গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এদিকে, শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সকালে তীব্র শীত অনুভূত হওয়ায় কাজে যেতে পারছেন না তাঁরা। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে তীব্র শীত উপেক্ষা করে অনেকেই কাজে নামছেন।
গতকাল মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার সীমান্ত নদী মহানন্দায় দেখা গেছে বরফগলা ঠান্ডা পানির মধ্যেও পাথর উত্তোলনে নেমেছেন হাজারো শ্রমিক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতেই দিনভর পাথর তুলতে পারছেন তাঁরা।
রফিকুল ইসলাম নামে এক পাথর শ্রমিক বলেন, ‘কাজের মধ্যে নামলে আর ঠান্ডা লাগে না। আর পাথর তুলতে না পারলে খাব কি? কিস্তির টাকাও দেব কিভাবে?
গত সোমবার সন্ধ্যার পর তেমনটা কুয়াশা নজরে আসেনি। তবে শেষ রাতে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। কুয়াশা ভেদ করে গতকাল মঙ্গলবার সকাল সাতটার পরই সূর্যের দেখা মেলে। সূর্যের তেজ থাকলেও উত্তরের হিমেল বাতাসে আবহাওয়া ছিল শীতল। অনেককেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়।
জানা গেছে, এখন পর্যন্ত ২১ হাজার ৬০০ শীতবস্ত্র ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। নগদ টাকায় আরও দুই হাজার কম্বল কেনা হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে। তবে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যরা দায়িত্ব গ্রহণ না করায় শীতার্তদের মধ্যে বিতরণ শুরু হয়নি। এদিকে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমে চলতি মাসের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১০ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫