Ajker Patrika

শাহরাস্তিতে করোনায় কেউ আক্রান্ত নেই

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ৪২
শাহরাস্তিতে করোনায় কেউ  আক্রান্ত নেই

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত ১ মাসে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা এখন সুস্থ। যে কারণে বর্তমানে এই উপজেলায় করোনায় আক্রান্ত কোনো রোগী নেই।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মো. খোরশেদ আলম বলেন, গত ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত র‍্যাপিড অ্যান্টিজেন ল্যাবে ৫২টি নমুনা ও চাঁদপুরের ভাষাবিদ এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন বলেন, শাহরাস্তিতে বর্তমানে কোনো করোনা রোগী নেই। গত ২৫ দিনের রিপোর্টে কেউ আক্রান্ত হয়নি। তবে নমুনা পরীক্ষা শূন্যের কোটায় নেমে না আসা পর্যন্ত করোনা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে এ কথা বলা যাবে না।

উল্লেখ্য, উপজেলায় এ পর্যন্ত র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবে ১ হাজার ৮৭৪টি ও চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ২ হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত