Ajker Patrika

বললেন সালাম মুর্শেদী

দিঘলিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ০৮
Thumbnail image

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, দিঘলিয়ার রাস্তাঘাট উন্নয়নের জন্য চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এই পর্যন্ত এ উপজেলার জন্য এটিই সবচেয়ে বড় বাজেট।

গতকাল বুধবার সকালে আইনশৃঙ্খলা কমিটির সভায় দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

আব্দুস সালাম মুর্শেদী আরও বলেন, দিঘলিয়ার তিনটি ইউনিয়ন দিঘলিয়া, বারাকপুর ও সেনহাটি ইউনিয়নে ভৈরব ও আতাই নদীর ভাঙন রক্ষার্থে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ১৮০০ কোটি টাকা প্রকল্প ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এটি পাশ হবে বলে আশা রাখি। ফুলতলা হতে দিঘলিয়া হয়ে তেরখাদা ও রূপসা হয়ে খুলনার আউটার পাস ৮০ ফুট করে রাস্তা ও তিনটি ব্রিজ নির্মাণ করা হবে।

তিনি বলেন, এর ফলে আমার নির্বাচনী এলাকা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে। এলাকার জনগণের জীবন মান উন্নত হবে। দিঘলিয়ায় খাদ্যগুদামের জন্য কাজ করা হচ্ছে। সুপেয় পানীয় জলের অভাব পূরণের জন্য ইতিমধ্যে ২২৫০টি ডিপ টিউবওয়েল ও হারভেষ্টিং ট্যাংক দেওয়া হয়েছে। এগুলো সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত