Ajker Patrika

জীবিত অবস্থায় দেশে ফেরা হলো না উত্তমের

বাগমারা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
Thumbnail image

করোনাভাইরাসের পরীক্ষা করার কথা ছিল গতকাল শনিবার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করবেন সেই পরীক্ষা। সেই প্রস্তুতি নিয়েছেন রাতেই। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলে তবে যাবেন নিজ দেশে। সব প্রস্তুতি নিলেও করা হলো না পরীক্ষা। এর আগে রাতেই শুক্রবার মারা গেলেন উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সকালে খবর পেয়ে পুলিশ উত্তম কুমার বিশ্বাসের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে। তিনি চেউখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে থাকতেন। জানা গেছে, উত্তম কুমারের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। তিনি দুই মাস আগে চেওখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে আসেন। এরপর তিনি ওই বাড়িতে ছিলেন।

স্থানীয় চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, সাইফুল ইসলামের ছেলে ভারতে বিয়ে করেছেন। আত্মীয়তার সূত্র ধরে সম্ভবত এখানে এসেছিলেন উত্তম কুমার বিশ্বাস। দুই মাস ধরে তিনি সাইফুলের বাড়িতে আছেন। দেশে চলে যাওয়ার কথা ছিল তাঁর। আকস্মিক মৃত্যুতে দেশে ফেরা হলো না তাঁর।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তবে কি কারণে এবং কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত