স্বাগত ২০২২! ২০২০ সালের করোনা মহামারির ধাক্কা ভুলে ২০২১ সাল ক্রীড়া দুনিয়ার জন্য ছিল উৎসবের। ফুটবল, ক্রিকেট, অলিম্পিক ও টেনিস—সব ক্ষেত্রেই ছিল জমকালো সব আয়োজন। খেলাধুলার উৎসবের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে নতুন বছরেও।
ফুটবল বিশ্বকাপ, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপসহ একাধিক মহাযজ্ঞ অপেক্ষা করছে এই বছরে। তবে এই আয়োজনগুলোর জন্য মাথাব্যথার কারণ হতে পারে করোনা মহামারি। নতুন রূপ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বব্যাপী আরেকবার আঘাত করেছে। ইউরোপজুড়ে বাড়তে থাকা করোনার প্রকোপ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলকেও। তবে দ্রুত এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেলে ক্রীড়া দুনিয়ার জন্য উৎসবের এক বছরই অপেক্ষা করছে।
কাতারে ফুটবল বিশ্বকাপ
২০২২ সালের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনটি বসবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। ফুটবলে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে ৩২ দল। এবারই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আবহাওয়ার কারণে এবার বদলেছে বিশ্বকাপের সময়ও। ২১ নভেম্বর শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। বিভিন্ন দিক থেকে এবারের বিশ্বকাপ গুরুত্বপূর্ণ। ফুটবলের সর্বকালের অন্যতম দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটিই হতে পারে শেষ বিশ্বকাপ। তবে রোনালদোর জন্য বিষয়টা আরেকটু জটিল। বিশ্বকাপ খেলতে হলে রোনালদোকে পেরোতে হবে বাছাইপর্বের কঠিন এক বাধা। তবে রোনালদো বিশ্বকাপ খেললে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে।
ক্যাঙারুর দেশে টি-২০ বিশ্বকাপ
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই খেতাব এক বছরের বেশি ধরে রাখার সুযোগ পাচ্ছে না অজিরা। এ বছর তাদের দেশেই আয়োজিত হবে টি-টোয়েন্টির আরেকটি শ্রেষ্ঠত্বের আসর। নিজ দেশে আয়োজিত সেই বিশ্বকাপ জিতে শিরোপা ধরে রাখার সুযোগ অবশ্য আছে ফিঞ্চ-ওয়ার্নারদের। এ বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই উৎসব।
টেনিসসেরার খোঁজে
পুরুষদের টেনিসে গত বছর এককভাবে রাজত্ব ছিল নোভাক জোকোভিচের। বছরের শেষ গ্র্যান্ড স্লামটি হাতছাড়া না হলে অনন্য সব মাইলফলক নিজের দখলে নিতে পারতেন এই সার্বিয়ান মহাতারকা। ২০২০ সালে চার গ্র্যান্ড স্লামের ৩টি জিতে শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছুঁয়েছেন জোকোভিচ। এখন এই বছরে তিন তারকার চ্যালেঞ্জ থাকবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।
সেরেনার হবে তো?
গ্র্যান্ড স্লাম এলেই সবার চোখ থাকে সেরেনা উইলিয়ামসের দিকে। সবার একটাই প্রশ্ন, এবার হবে তো? কিন্তু ২০১৭ সাল থেকে মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা কেবলই বাড়ছে সেরেনার। ২৪তম গ্র্যান্ড স্লামটি এরপর আর জেতা হয়নি এই মার্কিন টেনিস তারকার। কে জানে, ২০২২ সালে হয়তো শেষবারের মতো সুযোগ পাবেন শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে সবার ওপরে ওঠার। বয়স ৪০-এর কোটা পেরিয়ে গেছে, কাজটা তাই সেরেনার জন্য একেবারে সহজ হবে না।
আফ্রিকান নেশনস কাপ
জানুয়ারির ৯ তারিখ থেকে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফুটবল আসর আফ্রিকান নেশনস কাপ। ক্যামেরুনে বসতে যাওয়া এই আয়োজনে মাঠ মাতাতে দেখা যাবে মোহামেদ সালাহ-সাদিও মানেদের।
যুব ক্রিকেট বিশ্বকাপ
২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেটি ধরে রাখার লড়াইয়ে এই জানুয়ারিতেই মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের শিরোপা হাতছাড়া হলেও বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে উন্মুখ হয়ে থাকবে যুব ক্রিকেটারেরা।
নারী ক্রিকেট বিশ্বকাপ
আগামী মার্চে শুরু হবে নারীদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। কদিন আগে বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
শীতকালীন অলিম্পিক
ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে শুরু হবে শীতকালীন অলিম্পিক। এবারের আয়োজনটি বসবে চীনের রাজধানী বেইজিংয়ে।
কমনওয়েলথ গেমস
২৮ জুলাই থেকে শুরু হবে কমনওয়েলথ গেমসের আসর। এবারের কমনওয়েলথ গেমসের আয়োজক ইংল্যান্ড। আয়োজনটি বসবে বার্মিংহাম শহরে। গেমসে আছে বাংলাদেশের অংশগ্রহণও।
স্বাগত ২০২২! ২০২০ সালের করোনা মহামারির ধাক্কা ভুলে ২০২১ সাল ক্রীড়া দুনিয়ার জন্য ছিল উৎসবের। ফুটবল, ক্রিকেট, অলিম্পিক ও টেনিস—সব ক্ষেত্রেই ছিল জমকালো সব আয়োজন। খেলাধুলার উৎসবের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে নতুন বছরেও।
ফুটবল বিশ্বকাপ, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপসহ একাধিক মহাযজ্ঞ অপেক্ষা করছে এই বছরে। তবে এই আয়োজনগুলোর জন্য মাথাব্যথার কারণ হতে পারে করোনা মহামারি। নতুন রূপ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বব্যাপী আরেকবার আঘাত করেছে। ইউরোপজুড়ে বাড়তে থাকা করোনার প্রকোপ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলকেও। তবে দ্রুত এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেলে ক্রীড়া দুনিয়ার জন্য উৎসবের এক বছরই অপেক্ষা করছে।
কাতারে ফুটবল বিশ্বকাপ
২০২২ সালের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনটি বসবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। ফুটবলে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে ৩২ দল। এবারই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আবহাওয়ার কারণে এবার বদলেছে বিশ্বকাপের সময়ও। ২১ নভেম্বর শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। বিভিন্ন দিক থেকে এবারের বিশ্বকাপ গুরুত্বপূর্ণ। ফুটবলের সর্বকালের অন্যতম দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটিই হতে পারে শেষ বিশ্বকাপ। তবে রোনালদোর জন্য বিষয়টা আরেকটু জটিল। বিশ্বকাপ খেলতে হলে রোনালদোকে পেরোতে হবে বাছাইপর্বের কঠিন এক বাধা। তবে রোনালদো বিশ্বকাপ খেললে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে।
ক্যাঙারুর দেশে টি-২০ বিশ্বকাপ
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই খেতাব এক বছরের বেশি ধরে রাখার সুযোগ পাচ্ছে না অজিরা। এ বছর তাদের দেশেই আয়োজিত হবে টি-টোয়েন্টির আরেকটি শ্রেষ্ঠত্বের আসর। নিজ দেশে আয়োজিত সেই বিশ্বকাপ জিতে শিরোপা ধরে রাখার সুযোগ অবশ্য আছে ফিঞ্চ-ওয়ার্নারদের। এ বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই উৎসব।
টেনিসসেরার খোঁজে
পুরুষদের টেনিসে গত বছর এককভাবে রাজত্ব ছিল নোভাক জোকোভিচের। বছরের শেষ গ্র্যান্ড স্লামটি হাতছাড়া না হলে অনন্য সব মাইলফলক নিজের দখলে নিতে পারতেন এই সার্বিয়ান মহাতারকা। ২০২০ সালে চার গ্র্যান্ড স্লামের ৩টি জিতে শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছুঁয়েছেন জোকোভিচ। এখন এই বছরে তিন তারকার চ্যালেঞ্জ থাকবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার।
সেরেনার হবে তো?
গ্র্যান্ড স্লাম এলেই সবার চোখ থাকে সেরেনা উইলিয়ামসের দিকে। সবার একটাই প্রশ্ন, এবার হবে তো? কিন্তু ২০১৭ সাল থেকে মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা কেবলই বাড়ছে সেরেনার। ২৪তম গ্র্যান্ড স্লামটি এরপর আর জেতা হয়নি এই মার্কিন টেনিস তারকার। কে জানে, ২০২২ সালে হয়তো শেষবারের মতো সুযোগ পাবেন শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে সবার ওপরে ওঠার। বয়স ৪০-এর কোটা পেরিয়ে গেছে, কাজটা তাই সেরেনার জন্য একেবারে সহজ হবে না।
আফ্রিকান নেশনস কাপ
জানুয়ারির ৯ তারিখ থেকে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফুটবল আসর আফ্রিকান নেশনস কাপ। ক্যামেরুনে বসতে যাওয়া এই আয়োজনে মাঠ মাতাতে দেখা যাবে মোহামেদ সালাহ-সাদিও মানেদের।
যুব ক্রিকেট বিশ্বকাপ
২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেটি ধরে রাখার লড়াইয়ে এই জানুয়ারিতেই মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের শিরোপা হাতছাড়া হলেও বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে উন্মুখ হয়ে থাকবে যুব ক্রিকেটারেরা।
নারী ক্রিকেট বিশ্বকাপ
আগামী মার্চে শুরু হবে নারীদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। কদিন আগে বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
শীতকালীন অলিম্পিক
ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে শুরু হবে শীতকালীন অলিম্পিক। এবারের আয়োজনটি বসবে চীনের রাজধানী বেইজিংয়ে।
কমনওয়েলথ গেমস
২৮ জুলাই থেকে শুরু হবে কমনওয়েলথ গেমসের আসর। এবারের কমনওয়েলথ গেমসের আয়োজক ইংল্যান্ড। আয়োজনটি বসবে বার্মিংহাম শহরে। গেমসে আছে বাংলাদেশের অংশগ্রহণও।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫