Ajker Patrika

ঢাকায় কমছে করোনা রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৮
ঢাকায় কমছে করোনা রোগীর সংখ্যা

ঢাকায় করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের হার প্রতিদিনই কমছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত আরও কমেছে। তবে এ সময়ে মৃত্যুর সংখ্যা সামান্য বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনা সংক্রমিত ১০ জনের মৃত্যু হয়েছে। গত ঢাকায় ২১ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হন ৮৮০ জন। রোগী শনাক্তের হার ৪ দশমিক ৮ শতাংশ। আগের দিন ১৫ হাজার ৬৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৯৫২ জন। শনাক্তের হার ছিল ৬ দশমিক ০৮ শতাংশ। এ সময়ে মারা গেছেন ৮ জন। ঢাকায় এ পর্যন্ত মৃত্যু ৭ হাজার ৬৮৫ জনের এবং শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৭৩২ জন।

করোনা রোগীদের চিকিৎসায় ঢাকার ১৭টি সরকারি হাসপাতালে সাধারণ শয্যা বরাদ্দ আছে ৩ হাজার ৮৯০টি। এর মধ্যে গতকাল খালি ছিল ২ হাজার ৮১৭টি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সরকারিভাবে শয্যা বরাদ্দ আছে ৩৮২টি। গতকাল খালি ছিল ২০৪টি। ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যা বরাদ্দ আছে ১ হাজার ৬৪৮টি। গতকাল খালি ছিল ১ হাজার ৩৪৪টি। আর ৪৩৩টি আইসিইউ শয্যার মধ্যে গতকাল খালি ছিল ৩৬৭টি। সরকারি-বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যা ৫ হাজার ৫৩৮টি। গতকাল পর্যন্ত খালি ছিল ৪ হাজার ১৬১টি। আইসিইউ ৮১৫টির মধ্যে গতকাল খালি ছিল ৫৭১টি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত