Ajker Patrika

নামেই মাছের অভয়াশ্রম কচুরিপানায় ঢাকা পানি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৪: ১২
নামেই মাছের অভয়াশ্রম কচুরিপানায় ঢাকা পানি

নাটোরের বড়াইগ্রামে মৎস্য অধিদপ্তর ঘোষিত আটটি মাছের অভয়াশ্রম দখল করে নিয়েছে কচুরিপানা। প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে অভয়াশ্রমগুলো করা হয়েছিল। কিন্তু গত তিন বছরে সেখানে নতুন পোনা ছাড়া, সংস্কারও কচুরিপানা পরিষ্কারের কিছুই করা হয়নি।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জোনাইল ইউনিয়নের চামটা এলাকায় কৈখোলা বিল দুটি, বড়াল নদীতে দুটি, ডাঙ্গা দ্বারীকুশিতে একটি, মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছায় বড়াল নদীতে একটি ও পাঙ্গায়ারী দিঘিতে দুটি অভয়াশ্রম আছে। এগুলোতে নিয়মিত মাছের পোনা ছাড়া, সংস্কার করা, পরিষ্কার করাসহ মা মাছের নিরাপদ আশ্রয় করার বিধান রয়েছে। কিন্তু বর্তমানে এসবের কোনোটাই করা হচ্ছে না।

গত শনিবার কৈখোলা বিল, জোনাইল বড়াল নদী ও ছাতিয়ানগাছায় অভয়াশ্রম পরিদর্শন করে দেখা গেছে, সব কচুরিপানায় ভরা। কোনোটাতেই কোনো প্রকার মাছে নেই বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

চামটার মৎস্যজীবী ইব্রাহিম আলী বলেন, ‘এটা শুধু নামেই অভয়াশ্রম। এখানে কোনো সরকারি সহযোগিতা আছে বলে শুনি নাই বা দেখিও নাই।’

আরেক মৎস্যজীবী আলমগীর জানান, জোনাইলে ২০১২ সালে বড়াল নদীতে সামান্য খনন করা হয়েছিল। এরপর আর কিছুই করা হয়নি।

উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি কসলেম উদ্দীন বলেন, ‘আগে নিয়মিতই সবকিছু করা হতো। এখন আর তেমন কিছু করা হয় না। বিশেষ করে বর্তমান হালিম স্যার (সিনিয়র মৎস্য কর্মকর্তা) আসার পরে সবকিছুই কেমন যেন হয়ে গেছে। কোনো কাজকর্মই দেখছি না। আগে অভয়াশ্রমে সংস্কার, পরিষ্কার, মাছ ছাড়া ও বিভিন্ন প্রশিক্ষণ হতো। এখন তার কিছুই হয় না। কীভাবে যে কী চলছে বুঝি না।’

উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এবার কৈখোল ও ছাতিয়ানগাছায় অভয়াশ্রম সংস্কারের জন্য ২৫ হাজার করে ৫০ হাজার টাকা বরাদ্দ এসেছে। ইতিমধ্যে কৈখোলা বিল সংস্কার করা হয়েছে। আর ছাতিয়ানগাছায় হবে। কিন্তু শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, কৈখোলার বিলে কোনো কাজ করা হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সব ঠিকমতোই চলছে। কোনো অনিয়ম হয় নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত